উপসাগরীয় দেশ দুবাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় জনসাধারণের ওপর আরোপ করা কিছু বিধি নিষেধ শিথিল করেছে সংযুক্ত আরব আমিরাত।খবর আল- আরাবিয়াহ
মঙ্গলবার থেকে দেশটিতে নতুন আইনের আওতায় জনসাধারণের জন্য পুনরায় খুলে দেয়া হয়েছে পার্ক, বিনোদন কেন্দ্র ও বিভিন্ন পাবলিক প্লেস।
এর আগে এপ্রিলের শুরুতে শুরু হওয়া পবিত্র রমজান মাস উপলক্ষে লকডাউনের কিছু কিছু বিধি নিষেধ শিথিল করা হয়েছিল।
সমুদ্র তীরে থাকা হোটেলগুলোতে বিধি নিষেধ তুলে নেয়া হয়েছে। সেখানে পুনরায় বিচে আসা অতিথিরা হোটেলগুলোতে অবস্থান করতে পারবেন। তবে বার ও পর্যটকদের আকর্ষণ বন্ধ রাখা হয়েছে এবং সারা দেশে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি চালু রয়েছে।
পুনরায় এসব পার্ক চালু করাতে বাসিন্দারা দিনের বেলায় বেশি সময় শরীর চর্চা (ব্যায়াম) করতে পারবেন। এ ছাড়া খোলা জায়গায় খেলাধুলা করার অনুমতি দেয়া হয়েছে। পাশাপাশি রাত্র ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ চালু রাখা হয়েছে।