ফটো সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় উপহার হিসেবে পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবস্থাপনায় এসব উপহার দেয়া হয়েছে।
শুক্রবার বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পিপিইগুলো তুলে দেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
এর আগে গত ৭ মে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়েও সাংবাদিকদের পিপিই বিতরণ করে দলটি। দলের হয়ে পিপিই সাংবাদিকদের হাতে তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।