বাংলাদেশ চা বোর্ড এবং বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ও প্রকল্প উন্নয়ন ইউনিট এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ২০টি পদে মোট ৩৮ জনকে এই নিয়োগ দেবে।
পদের নাম ও সংখ্যা: ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা- ০১টি, বৈজ্ঞানিক কর্মকর্তা (মৃত্তিকা বিজ্ঞান বিভাগ)- ০১টি, বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ বিজ্ঞান বিভাগ)- ০১টি, বৈজ্ঞানিক কর্মকর্তা- (প্রাণ রসায়ন বিজ্ঞান)- ০১টি, ফোরম্যান- ০১টি, পরিসংখ্যান সহকারী- ০২টি, সিনিয়র মেকানিক- ০১টি, ফটোগ্রাফার কাম-আর্টিস্ট- ০১টি, সার্ভেয়ার- ০৩টি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর- ০৮টি, হিসাব সহকারী- ০১টি, গাড়ি চালক- ০৪টি, ইলেকট্রিশিয়ান- ০১টি, কার্পেন্টার- ০১টি, কুক- ০১টি, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর- ০১টি, অফিস সহায়ক- ০৫টি, নিরাপত্তা প্রহরী- ০১টি, চেইনম্যান- ০১টি, মালী- ০২টি।
আবেদনের সময়সীমা: ৩০ জানুয়ারি ২০২০
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে চাকরির আবেদনপত্র সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম-৪২১০ এই ঠিকানায় আগামী ৩০/০১/২০২০ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে।