আবারও ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি আপলোড করে সমালোচনার মুখে পড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
মা দিবসে ছেলের সঙ্গে ছবি আপলোড করেন শ্রাবন্তী। এই ছবি প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয়ে যায় শ্রাবন্তীকে নিয়ে।
এই অভিনেত্রীকে নিয়ে কটাক্ষ করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। এই ছবি ভাইফোঁটায় আপলোড করলে ভালো হতো বলেও মন্তব্য করেন অনেকে।
যদিও প্রত্যেকবারের মতো এবারও সমালোচকদের আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনো মন্তব্য করেননি শ্রাবন্তী।
রোশন সিংকে গোপনে বিয়ে করেন শ্রাবন্তী। সম্প্রতি বিয়ের বেশ কিছু ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। চুপিসারে বিয়ের অনুষ্ঠান সারার পর সম্প্রতি গায়েহলুদের বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে আনেন অভিনেত্রী। এ ছবিতে অভিনেত্রীর ঘনিষ্ঠ আত্মীয় ও পরিবারের লোকেরা উপস্থিত ছিলেন।