মোহাম্মদ নুরুল ইসলাম : দক্ষিণ সুরমার সিলেট সুলতানপুর সড়কের ধোপাঘাট এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৩৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।দক্ষিণ সুরমা থানা পুলিশ আজ বুধবার বেলা ২টার দিকে রাস্তারপাশে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করে।
জানাযায়, বুধবার ১০ জুন দুপুরে স্থানীয় লোকজন সিলেট সুলতানপুর সড়কের ধোপাঘাট এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার ওসি খাইরুল ফজলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
দক্ষিণ সুরমা থানার ওসি খাইরুল ফজল সিলেট দর্পণকে জানান, বস্তাবন্দি লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।