দর্পণ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউপির নারইনপুর গ্রামে ঝুলন্ত নারী শ্রমিক কুলসুমা আকাতারের (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, নারাইনপুর গ্রামের আনছুর আলীর মেয়ে কুলসুমা আক্তার উপজেলার নোয়াপাড়া সায়হাম স্পিনিং মিলস লিমিটেড এ কাজ করতেন এবং তাহার সহকর্মি মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউপির পিয়াইম গ্রামের হ্নদয় নামক ছেলের সাথে প্রেমের সম্পর্ক হয় এবং তারা পরিবার কে না জানিয়ে ৮ জুন পালিয়ে গিয়ে বিয়ে করে। পালিয়ে বিয়ে করার পর মেয়ে তার বাবা কে ফোন করে বিয়ে কথা জানায়। হ্নদয় কে পালিয়ে বিয়ে করার পর কুলসুমা জানতে পারে হ্নদয়ের আরেক জন বউ এবং বাচ্চা আছে। এই প্রতারণা সইতে না পেরে কুলসুমা আত্মহত্যা করেছে।
অপর দিকে জানাযায় ছাতিয়াইন ইউপির পিয়াইম গ্রামের হৃদয় পরিবার সহ নোয়াপাড়া থেকে সায়হাম স্পিনিং মিলস লিমিটেডে কাজ করতো । গতকাল শনিবার হ্নদয় ও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।এসময় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে যাওয়া হয় । অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয় হয়।