দর্পণ ডেক্স : বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে ডাঃ জোবায়ের মেডিকেল এন্ড প্যাথলজি সেন্টারের মালিক ডাঃ জোবায়ের কে অবরুদ্ধ করে রেখেছে জনতা।
স্থানীয়দের অভিযোগ একজন কিশোরীকে ডাঃ জোবায়ের তার বিশেষ কক্ষে নিয়ে অনৈতিক কাজ করতে চাইলে কিশোরী চিৎকার দেয়।পাশের কক্ষে থাকা ওর মা চিৎকার শুরু করলে স্থানীয় ব্যবসায়ী ও জনতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাঃ জোবায়ের কে অবরুদ্ধ করে পুলেশে খবর দেয়।চারখাই পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।শেষ খবর পাওয়া পর্যন্ত চরম উত্তেজনা চলছে।