দর্পণ ডেক্স : গোলাপগঞ্জ থেকে হারিয়ে যাওয়ার পাঁচদিনের মাথায় জকিগঞ্জের গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার (১৯ জুন) জকিগঞ্জ সড়কের রতনগঞ্জ-লামারগ্রাম সড়কের সামনে থেকে সিএনজি সহ ওই মহিলাকে উদ্ধার করে জকিগঞ্জ থানা পুলিশ। উদ্ধারকৃত মহিলার নাম তামান্না আক্তার। তিনি জকিগঞ্জের ৯ নং মানিকপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।চার বছর পূর্বে একই উপজেলার আটগ্রামে তার বিয়ে হয়।
উল্লেখ্য,গত রোববার ওই মহিলা চিকিৎসার জন্য গোলাপগঞ্জে গিয়ে এসএস ফার্মেসির সামনা থেকে দুপুুর ২.৩০ ঘটিকার দিকে নিখোঁজ হন।
আজ শুক্রবার গোপনসুত্রে খবর পেয়ে জকিগঞ্জ থানার থানা পুলিশ তামান্না বেগমকে উদ্ধার করে।উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোঃ আবু নাসের।