Dhaka , Thursday, 18 April 2024

পুলিশের তৎপরতায় চুলকাঠিতে জুয়া পার্টি আপাতত: অন্তরালে

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:48:17 pm, Saturday, 20 June 2020
  • 493 বার

পুলিশের জোর তৎপরতায় চুলকাঠি এলাকার আলোচিত জুয়া পার্টি এখন অন্তরালে চলে গেছে। এখন কতদিন এই জুয়া বন্ধ থাকবে-এটাই এলাকাবাসীর প্রশ্ন!

জানা যায়, বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজার সন্নিকটে সুনগর গ্রামের একটি নিবিড় বাগানে কয়েক বছর ধরে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা চলে আসছে। বিভিন্ন এলাকার জুয়াড়ীদের মিলন ঘটে এখানে। বিভিন্ন সময় প্রশাসনের নজরদারী ও কড়াকড়িতে জুয়া খেলা বন্ধ থাকলেও সময় ও সুযোগ বুঝে আবারও জমে খেলা।

দেশ যখন করোনা নিয়ে শংকিত। প্রশাসনের লোকজন যখন সাধান মানুষের নিরাপত্তা ও সুস্থ‌্যতার বিষয়ে তৎপর। এই সুযোগে জুয়াড়ীরা আবারও বসিয়েছে এখানে জুয়ার আসর। এলাকাবাসীর ভাষ‌্য মতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই জুয়ার খেলা। এলাকার নেতৃত্ব সম্পন্ন একজন ব‌্যক্তি ও একজন নামধারী সাংবাদিকদের তাদের সহযোগী করে এবং বিভিন্ন পয়েন্টে পাহারাদার বসিয়ে তাদের জুয়ার আসরের নিরাপত্তা বলয় মজবুত করে জুয়াড়ীদের আসর চলে। পুলিশ বা প্রশাসনের অভিযানের আগেই তারা যেন সংকেত পেয়ে যায়। বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে এলাকার এই জুয়ার বিষয়টি অবহিত করলে তিনি দ্রুত ব‌্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। চুলকাঠি তদন্তকেন্দ্রের ইনচার্জ অসিত কুমার রায় পর পর দুইদিন অভিযান চালিয়ে কোন কুল-কিনারা পাননি। তিনি ঘটনাস্থলে পৌছানোর আগেই জুয়াড়ীরা হয়তো খবর পেয়ে পালিয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার অভিযানের পর শুক্রবার উক্ত এলাকায় জুয়াড়ীদের দেখা যায়নি। পুলিশ জুয়াড়ীদের বিষয়ে তৎপরতার কারণে উক্ত স্থানে হয়তো কয়েকদিন জুয়া খেলা বন্ধ থাকতে পারে। অথবা জুয়াড়ীদের স্থান পরিবর্তন ঘটে থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পুলিশের তৎপরতায় চুলকাঠিতে জুয়া পার্টি আপাতত: অন্তরালে

আপডেট টাইম : 09:48:17 pm, Saturday, 20 June 2020

পুলিশের জোর তৎপরতায় চুলকাঠি এলাকার আলোচিত জুয়া পার্টি এখন অন্তরালে চলে গেছে। এখন কতদিন এই জুয়া বন্ধ থাকবে-এটাই এলাকাবাসীর প্রশ্ন!

জানা যায়, বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজার সন্নিকটে সুনগর গ্রামের একটি নিবিড় বাগানে কয়েক বছর ধরে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা চলে আসছে। বিভিন্ন এলাকার জুয়াড়ীদের মিলন ঘটে এখানে। বিভিন্ন সময় প্রশাসনের নজরদারী ও কড়াকড়িতে জুয়া খেলা বন্ধ থাকলেও সময় ও সুযোগ বুঝে আবারও জমে খেলা।

দেশ যখন করোনা নিয়ে শংকিত। প্রশাসনের লোকজন যখন সাধান মানুষের নিরাপত্তা ও সুস্থ‌্যতার বিষয়ে তৎপর। এই সুযোগে জুয়াড়ীরা আবারও বসিয়েছে এখানে জুয়ার আসর। এলাকাবাসীর ভাষ‌্য মতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই জুয়ার খেলা। এলাকার নেতৃত্ব সম্পন্ন একজন ব‌্যক্তি ও একজন নামধারী সাংবাদিকদের তাদের সহযোগী করে এবং বিভিন্ন পয়েন্টে পাহারাদার বসিয়ে তাদের জুয়ার আসরের নিরাপত্তা বলয় মজবুত করে জুয়াড়ীদের আসর চলে। পুলিশ বা প্রশাসনের অভিযানের আগেই তারা যেন সংকেত পেয়ে যায়। বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে এলাকার এই জুয়ার বিষয়টি অবহিত করলে তিনি দ্রুত ব‌্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। চুলকাঠি তদন্তকেন্দ্রের ইনচার্জ অসিত কুমার রায় পর পর দুইদিন অভিযান চালিয়ে কোন কুল-কিনারা পাননি। তিনি ঘটনাস্থলে পৌছানোর আগেই জুয়াড়ীরা হয়তো খবর পেয়ে পালিয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার অভিযানের পর শুক্রবার উক্ত এলাকায় জুয়াড়ীদের দেখা যায়নি। পুলিশ জুয়াড়ীদের বিষয়ে তৎপরতার কারণে উক্ত স্থানে হয়তো কয়েকদিন জুয়া খেলা বন্ধ থাকতে পারে। অথবা জুয়াড়ীদের স্থান পরিবর্তন ঘটে থাকতে পারে।