শেখ হেলাল উদ্দীন কলেজে সোয়া দুই কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। গতকাল কলেজের কার্য নির্বাহী কমিটির সভায় এ বাজেট অনুমোদিত হয়।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন শেখ হেলাল উদ্দীন কলেজে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে টাকার পরিমাণ ২,২৬,৫১,৬১১.৯৫(দুই কোটি,ছাব্বিশ লক্ষ একান্ন হাজার ছয়শত এগার টাকা পঁচানব্বই পয়সা) । গতকাল সকাল ১১.০০ টায় অধ্যক্ষের কার্যালয়ে সভাপতি ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাজেট উপস্থাপন করেন গভর্ণিং বডির সদস্য সচিব অধ্যক্ষ বটু গোপাল দাস। কলেজ গভর্ণিং বডির সভায় সর্বসসম্মত ভাবে বাজেট অনুমোদন দেয়া হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সদস্য ও শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সহিদুল ইসলাম, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান কলেজের অভিভাবক সদস্য আলহাজ্ব মো: গিয়াস উদ্দীন গাজী, জিবি সদস্য ডা: উৎপল কুমার দেবনাথ, স.ম. আব্দুর রব, মোঃ ফারুকুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ আলী, শিক্ষক প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, মাহাবুবা ফিরদৌসি প্রমুখ। সভায় কলেজের পরিবেশ সুরক্ষা সহ শিক্ষার মান উন্নয়নে অত্র এলাকাবাসীর সহযোগিতা এবং শিক্ষক শিক্ষার্থীদের অন লাইন ক্লাস করবার আ্হ্বান জানানো হয়।
সভা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গভর্ণিং বডির সভাপতি স্বপন দাশ মাননীয় প্রধানমস্ত্রীর বিশেষ বরাদ্দে ৩৫,০০,০০০/-(পঁয়ত্রিশ লক্ষ্য) টাকা ব্যয়ে কলেজের পুকুর খনন কাজ, শুভদিয়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে এডিবির কলেজ অডিটরিয়ামের একাংশের ছাঁদ ঢালাই কাজ পরিদর্শন করেন।