রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন। শনিবার সন্ধ্যা সাতটায় রামপাল উপজেলা নিবার্হী কর্মকর্তা তুষার কুমার পাল জানিয়েছেন।
তিনি জানান উপজেলা চেয়ারম্যান নুরুল হক লিপন অসুস্থ হওয়ার পর নমুনা সংগ্রহ করে ল্যাব এ পাঠানো হয়। গতকাল সেই রিপোর্ট অনুযায়ী ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপনের করোনা পজেটিভ আসে।
তিনি আরো জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে খুলনাতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেখানে আক্রান্ত আছে বলে লাভ সূত্রে জানতে পেরেছি তবে এখনো পর্যন্ত ফাইনাল রিপোর্ট হাতে না পাওয়ায় আক্রান্তের নির্দিষ্ট সংখ্যা বলা এই মুহূর্তে সম্ভব না।