Dhaka , Monday, 2 December 2024

ভারতীয় মন্ত্রী দাবি করেছেন চীনের ৪০ সেনা নিহত হয়েছেন: লাদাখ সংঘর্ষে

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:01:34 am, Monday, 22 June 2020
  • 528 বার

লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনায় চীনের কমপক্ষে ৪০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন বিষয়ক মন্ত্রী ভিকে সিং। শনিবার ভারতীয় গণমাধ্যম টিভি নিউজ২৪ কে দেয়া সাক্ষাতকারে তিনি এমনটি দাবি করেন।

ভারতের কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন বিষয়ক মন্ত্রী ভিকে সিং বলেন, আমাদের যদি ২০ জন শহীদ হন তাহলে তাদের দ্বিগুণ ক্ষতি হয়েছে। তবে সাবেক সেনা প্রধান ভিকে সিং তার বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি।

ভিকে সিং দাবি করেন ঐতিহাসিকভাবে চীন ক্ষয়-ক্ষতির পরিমাণ লুকিয়ে আসছে। ১৯৬২ সালের যুদ্ধেও চীন ক্ষয়-ক্ষতির তথ্য লুকিয়েছিল। এর আগে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে সেনাদের হতাহতের খবর প্রকাশ করলেও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। ভিকে সিং জানায়, সংঘর্ষের পর যারা যে সব সেনা ভারতে ঢুকে পড়েছিল তাদেরকে চীনের কাছে ফেরত দেয়া হয়েছে।

গত সোমবার লাদাখের গালওয়ান উপত্যকার ভারত-চীন সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০ ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ ভারতীয় সেনা। তবে চীনের পক্ষ থেকে এই সংঘর্ষের ঘটনায় হতাহতদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার বিষয়ক রেজুলেশন গৃহীত

ভারতীয় মন্ত্রী দাবি করেছেন চীনের ৪০ সেনা নিহত হয়েছেন: লাদাখ সংঘর্ষে

আপডেট টাইম : 07:01:34 am, Monday, 22 June 2020

লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনায় চীনের কমপক্ষে ৪০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন বিষয়ক মন্ত্রী ভিকে সিং। শনিবার ভারতীয় গণমাধ্যম টিভি নিউজ২৪ কে দেয়া সাক্ষাতকারে তিনি এমনটি দাবি করেন।

ভারতের কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন বিষয়ক মন্ত্রী ভিকে সিং বলেন, আমাদের যদি ২০ জন শহীদ হন তাহলে তাদের দ্বিগুণ ক্ষতি হয়েছে। তবে সাবেক সেনা প্রধান ভিকে সিং তার বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি।

ভিকে সিং দাবি করেন ঐতিহাসিকভাবে চীন ক্ষয়-ক্ষতির পরিমাণ লুকিয়ে আসছে। ১৯৬২ সালের যুদ্ধেও চীন ক্ষয়-ক্ষতির তথ্য লুকিয়েছিল। এর আগে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে সেনাদের হতাহতের খবর প্রকাশ করলেও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। ভিকে সিং জানায়, সংঘর্ষের পর যারা যে সব সেনা ভারতে ঢুকে পড়েছিল তাদেরকে চীনের কাছে ফেরত দেয়া হয়েছে।

গত সোমবার লাদাখের গালওয়ান উপত্যকার ভারত-চীন সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০ ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ ভারতীয় সেনা। তবে চীনের পক্ষ থেকে এই সংঘর্ষের ঘটনায় হতাহতদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।