সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম-কক্সবাজার অভ্যন্তরিন রুটে ফ্লাইট চালু হচ্ছে বিমানের।সপ্তাহে তিনদিন চট্টগ্রাম থেকে কক্সবাজার চলাচল করবে এই ফ্লাইট।
চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক রুটে একটি এবং অভ্যন্তরিন রুটে তিনটি ফ্লাইট চালু উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এএম মোসাদ্দিক আহমেদ বলেন, যাত্রী চাহিদার কথা মাথায় রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক এবং অভ্যন্তরিন রুটে ফ্লাইট বাড়িয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, এতদিন চট্টগ্রাম থেকে বিমান প্রতি সপ্তাহে ১৭টি আন্তর্জাতিক এবং ২৯টি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করতো। এখন আন্তর্জাতিক রুটে একটি নতুন ফ্লাইট এবং ভ্যন্তরিন রুটে তিনটি ফ্লাইট চালু করছে।
সপ্তাহের প্রতি শনি, সোম এবং বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজার ছেড়ে যাবে বিমানের ফ্লাইট। এই রুটে ট্যাক্স ও সারচার্জসহ মোট ভাড়া নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০০টাকা।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর অধিকাংশ যাত্রী চট্টগ্রামের বাসিন্দা। বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম-জেদ্দা রুটে নতুন ফ্লাইট চালু করেছি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে গতিশীল করার বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে মোসাদ্দিক আহমেদ বলেন, চলতি বছর আগষ্ট মাসে বিমানের বহরে দুটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার সিরিজের ফ্লাইট যুক্ত হবে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির এই ফ্লাইটে যাত্রীরা উড়ন্ত অবস্থায় ইন্টারন্যাট, মোবাইল ফোন ব্যবহার এবং লাইভ টেলিভিশন দেখতে পারবেন।