🌀উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেও পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত লঘুচাপটি কিছুটা পশ্চিমে সরে গিয়ে আরো শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে লঘুচাপটি ভারতের উত্তর উড়িষ্যার নিকট অবস্থান করছে।…(চিত্রে লাল বৃত্তাকার অংশে দেখুন)
🌀পরবর্তী সময়ে সুস্পষ্ট লঘুচাপটি গড়ে আরো পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। স্থলভাগে প্রবেশ করায় এটি আর শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা নেই।
এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে উপকূলীয় এলাকায় দমকা বাতাস থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকস্মিক হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিরতিসহ।
⚠️বৈরী আবহাওয়ার কারণে দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নং স্থানীয় সতর্কতা সংকেত বহাল আছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে।
💧আজ সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় টেকনাফে, ১৪৩ মিলিমিটার। এছাড়া হাতিয়ায় ৫২ এবং খেপুপাড়ায় ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
🛰️স্যাটেলাইট চিত্রে মেঘের অবস্থান দেখুন। চিত্রে কালো রং গভীর মেঘমালা নির্দেশ করে।
⏱️আপডেটঃ ২০ আগস্ট, সকাল ৭:২৮ মিনিটে।