জাতিসংঘ কর্তৃক ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার পুনর্বহাল চায় সৌদি আরব। সংস্থাটিতে নিযুক্ত দেশটির দূত আবদুল আজিজ আল-ওয়াসেল বৃহস্পতিবার এ আহ্বান জানান। তার দাবি, মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য দায়ী ইরান। তাদের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে হবে।
আল-ওয়াসেল বলেন, জাতিসংঘের অস্ত্র বিষয়ক এই নিষেধাজ্ঞা তুলে দেয়ার মানে হচ্ছে মধ্যপ্রাচ্যে জ্বালানি বিষয়ক সংঘাত পুনরায় চালু করা। ওই অঞ্চলে দীর্ঘদিন সন্ত্রাসীদের মদদ দিয়ে আসছে দেশটি। নিষেধাজ্ঞা উঠে গেলে তারা ইচ্ছামত অস্ত্র ব্যবসা করতে পারবে। যা সাধারণ মানুষের জন্য বিপদজ্জনক।
তিনি বলেন, ইরান দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত। তাদের নিষেধাজ্ঞা থেকে মুক্ত করে সবাইকে বিপদে ঠেলে দেবেন না।
ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র বিষয়ক নিষেধাজ্ঞার মেয়াদ আগামী অক্টোবরে শেষ হবে। কিন্তু তা পুনর্বহালের চেষ্টা অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ক একটি প্রস্তাবনা আজ বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে।
ধারণা করা হচ্ছে, সে প্রস্তাবে সমর্থন দিয়েই এ বক্তব্য দিলেন সৌদি আরবের দূত।
সৌদি আরব এ প্রস্তাবে সাড়া দিলেও নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যরা এতে সাড়া দেয়নি। আগামীকাল শুক্রবার এ বিষয়ে ভোটাভুটি হবে। ভোটের আগেই এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, জার্মানি ও ফ্রান্স। তাই যুক্তরাষ্ট্র তাদের পদক্ষেপে সফল নাও হতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।