Dhaka , Tuesday, 10 December 2024

উপ-নির্বাচনে যাচ্ছে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:39:09 am, Sunday, 30 August 2020
  • 468 বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সংসদের শূন্য হওয়া ৫টি আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনো দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ ব্যাপারে আগামীকাল রোববার ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে।

দলীয় সূত্র বলছে, স্থায়ী কমিটির ওই বৈঠকের পর দলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। যেখানে পাবনা-৪ আসনে আগামীকাল থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হবে বলে জানানো হয়। এর মাধ্যমেই স্পষ্ট হয় যে, উপ-নির্বাচনে যাচ্ছে বিএনপি।

জানা গেছে, এদিন বৈঠকে আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাংগঠনিক কার্যক্রম,৫টি আসনের উপ-নির্বাচন, দলীয় প্রধান খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং তার উন্নত চিকিৎসাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের (স্থায়ী কমিটি) এ ভার্চুয়াল বৈঠক শনিবার বিকেল সোয়া ৫টায় শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

স্ব স্ব বাসা থেকে বৈঠকে যুক্ত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড.আব্দুল মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহামুদ টুকু ও বেগম সেলিমা রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার বিষয়ক রেজুলেশন গৃহীত

উপ-নির্বাচনে যাচ্ছে বিএনপি

আপডেট টাইম : 11:39:09 am, Sunday, 30 August 2020

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সংসদের শূন্য হওয়া ৫টি আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনো দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ ব্যাপারে আগামীকাল রোববার ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে।

দলীয় সূত্র বলছে, স্থায়ী কমিটির ওই বৈঠকের পর দলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। যেখানে পাবনা-৪ আসনে আগামীকাল থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হবে বলে জানানো হয়। এর মাধ্যমেই স্পষ্ট হয় যে, উপ-নির্বাচনে যাচ্ছে বিএনপি।

জানা গেছে, এদিন বৈঠকে আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাংগঠনিক কার্যক্রম,৫টি আসনের উপ-নির্বাচন, দলীয় প্রধান খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং তার উন্নত চিকিৎসাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের (স্থায়ী কমিটি) এ ভার্চুয়াল বৈঠক শনিবার বিকেল সোয়া ৫টায় শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

স্ব স্ব বাসা থেকে বৈঠকে যুক্ত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড.আব্দুল মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহামুদ টুকু ও বেগম সেলিমা রহমান।