লাদাখের প্যাংগং লেকে সংঘাতের আগের দিন যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন। ভারত সরকারের একটি সূত্র বার্তা সংস্থা এএনআই’কে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাদের জে-২০ ফাইভ জেনারেশন যুদ্ধবিমান মোতায়েন করেছে।
লাদাখে নতুন করে সংঘর্ষের ঘটনায় ফের চরম উত্তেজনা বিরাজ করছে দেশ দুইটির সেনা বাহিনীর মধ্যে।
ইতোমধ্যে ভারত সরকার বিবৃতিতে জানিয়েছে, ২৯ অগাস্ট রাত থেকে ৩০ অগাস্ট ভোর পর্যন্ত প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে চীনের সেনার পেট্রোল দেখতে পায় ভারতীয় সেনা।
ভারতের অভিযোগ, প্যাংগংয়ের দক্ষিণে ভারতীয় ভূখণ্ডে চীনের সেনা নতুন করে ঢোকার চেষ্টা করছিল। এসময় ভারতীয় সেনা চীনের সেনাবাহিনীকে বাধা দেয়।
সেনা সূত্রের খবর, এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়েছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এছাড়া ভারতের সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা কর্নেল আমন আনন্দ বলেন, ‘সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখে সঙ্ঘাত পরিস্থিতি কাটিয়ে উঠতে যে ঐক্যমত্যে পৌঁছনো গিয়েছিল, ২৯-৩০ আগস্ট রাতে পিএলএ তা লঙ্ঘন করেছে। স্থিতাবস্থা নষ্ট করতে সেখানে প্ররোচনামূলক সামরিক পদক্ষেপ করেছে তারা।’