বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মা মালেকা বেগম বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ভোলার সদর উপজেলার মটুপি গ্রামে নিজ বাড়িতে ৯৬ বছর বয়সে মারা যান তিনি। বীর মাতার মৃত্যুতে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ নানা শ্রেণিপেশার মানুষ শোক জানিয়েছেন।
বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন মালেকা বেগম। গুরুতর অসুস্থ অবস্থায় গত ১৮ই আগস্ট তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে ২০শে আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে নিজ বাড়িতে আনা হলে আজ তার মৃত্যু হয়।