Dhaka , Monday, 2 December 2024

৬ মাস সাগরে ভেসে ইন্দোনেশিয়ায় নেমেছে ২৯৭ রোহিঙ্গা

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:56:19 pm, Tuesday, 8 September 2020
  • 627 বার

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ২৯৭ রোহিঙ্গা শরণার্থী নেমেছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, সমুদ্রে ছয় মাস ধরে ভেসে থাকার পর সোমবার ভোরে তারা আচেহতে নেমেছে বলে জানা গেছে।

দেশটির পুলিশের বরাত দিয়ে আল জাজিরা আরও জানায়, ইন্দোনেশিয়ার স্থানীয় জেলেরা রোহিঙ্গাদের বহন করা একটি কাঠের নৌকা মাঝরাতে লোকসুমাওয়ের উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে দেখেছে। স্থানীয় পুলিশ প্রধান ইপ্টু ইরওয়ানস্যা বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী সেখানে ২৯৭ জন রোহিঙ্গা রয়েছে। তাদের মধ্যে ১৮১ জন নারী ও ১৪টি শিশু এবং ১০২ জন পুরুষ সদস্য রয়েছে।
লোকসুমাওয়ের রেড ক্রসের প্রধান জুনায়েদী ইয়াহিয়া বলেছেন, বর্তমানে এই গ্রুপটিকে একটি অস্থায়ী স্থানে রাখা হয়েছে।আশা করি আজ তাদের সরিয়ে নেয়া হবে। তবে এই কোভিড-১৯ পরিস্থিতিতে তাদের স্বাস্থ্যই আমাদের মূল উদ্বেগের বিষয়।
এর আগে, গত জুনের শেষের দিকে অপর একটি নৌকায় রোহিঙ্গারা ইন্দোনেশিয়ায় পৌঁছালে দেশটির কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠানোর হুমকি দেয়। পরে স্থানীয় জেলেরা ৭৯ জন নারী ও শিশুসহ ১০০ জনেরও বেশি রোহিঙ্গাকে উদ্ধার করে।

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বিভিন্ন সময়ে প্রায় ১১ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার বিষয়ক রেজুলেশন গৃহীত

৬ মাস সাগরে ভেসে ইন্দোনেশিয়ায় নেমেছে ২৯৭ রোহিঙ্গা

আপডেট টাইম : 10:56:19 pm, Tuesday, 8 September 2020

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ২৯৭ রোহিঙ্গা শরণার্থী নেমেছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, সমুদ্রে ছয় মাস ধরে ভেসে থাকার পর সোমবার ভোরে তারা আচেহতে নেমেছে বলে জানা গেছে।

দেশটির পুলিশের বরাত দিয়ে আল জাজিরা আরও জানায়, ইন্দোনেশিয়ার স্থানীয় জেলেরা রোহিঙ্গাদের বহন করা একটি কাঠের নৌকা মাঝরাতে লোকসুমাওয়ের উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে দেখেছে। স্থানীয় পুলিশ প্রধান ইপ্টু ইরওয়ানস্যা বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী সেখানে ২৯৭ জন রোহিঙ্গা রয়েছে। তাদের মধ্যে ১৮১ জন নারী ও ১৪টি শিশু এবং ১০২ জন পুরুষ সদস্য রয়েছে।
লোকসুমাওয়ের রেড ক্রসের প্রধান জুনায়েদী ইয়াহিয়া বলেছেন, বর্তমানে এই গ্রুপটিকে একটি অস্থায়ী স্থানে রাখা হয়েছে।আশা করি আজ তাদের সরিয়ে নেয়া হবে। তবে এই কোভিড-১৯ পরিস্থিতিতে তাদের স্বাস্থ্যই আমাদের মূল উদ্বেগের বিষয়।
এর আগে, গত জুনের শেষের দিকে অপর একটি নৌকায় রোহিঙ্গারা ইন্দোনেশিয়ায় পৌঁছালে দেশটির কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠানোর হুমকি দেয়। পরে স্থানীয় জেলেরা ৭৯ জন নারী ও শিশুসহ ১০০ জনেরও বেশি রোহিঙ্গাকে উদ্ধার করে।

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বিভিন্ন সময়ে প্রায় ১১ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।