Dhaka , Monday, 2 December 2024

চিকিৎসকদের সম্মাননা দিয়েছে আইইবি

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:57:15 am, Wednesday, 9 September 2020
  • 678 বার

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ফ্রি টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মাননা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনলাইনে আইইবি’র টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মাননা দেওয়া হয়।

পরবর্তীতে সম্মাননা স্মারক চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহামারি করোনা ভাইরাসের সময় আইইবি’র ফ্রি টেলিমেডিসিন সেবা সারাদেশের মানুষের কাছে পৌঁছেছে। সারাদেশ থেকে সেবা নিয়েছেন প্রকৌশলীসহ সাধারণ মানুষ। দেশের এ ক্রান্তিকালে প্রকৌশলী ও চিকিৎসকরা সবসময় কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হন আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন আইইবি’র সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদ।

মহামারি করোনা ভাইরাসের শুরুতে প্রকৌশলী পরিবারের ৬৩ জন চিকিৎসক নিয়ে দেশে প্রথম ফ্রি টেলিমেডিসিন সেবা চালু করে আইইবি। এরপর থেকে সারাদেশে প্রকৌশলীসহ ছয় হাজার ৩৮৪ জনকে টেলিমেডিসিন সেবা প্রদান করে আইইবি’র টেলিমেডিসিন সেবার সঙ্গে যুক্ত চিকিৎসকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার বিষয়ক রেজুলেশন গৃহীত

চিকিৎসকদের সম্মাননা দিয়েছে আইইবি

আপডেট টাইম : 07:57:15 am, Wednesday, 9 September 2020

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ফ্রি টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মাননা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনলাইনে আইইবি’র টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মাননা দেওয়া হয়।

পরবর্তীতে সম্মাননা স্মারক চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহামারি করোনা ভাইরাসের সময় আইইবি’র ফ্রি টেলিমেডিসিন সেবা সারাদেশের মানুষের কাছে পৌঁছেছে। সারাদেশ থেকে সেবা নিয়েছেন প্রকৌশলীসহ সাধারণ মানুষ। দেশের এ ক্রান্তিকালে প্রকৌশলী ও চিকিৎসকরা সবসময় কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হন আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন আইইবি’র সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদ।

মহামারি করোনা ভাইরাসের শুরুতে প্রকৌশলী পরিবারের ৬৩ জন চিকিৎসক নিয়ে দেশে প্রথম ফ্রি টেলিমেডিসিন সেবা চালু করে আইইবি। এরপর থেকে সারাদেশে প্রকৌশলীসহ ছয় হাজার ৩৮৪ জনকে টেলিমেডিসিন সেবা প্রদান করে আইইবি’র টেলিমেডিসিন সেবার সঙ্গে যুক্ত চিকিৎসকরা।