পটুয়াখালীর পায়রা বন্দর ও রাবনাবাদ চ্যানেলে অভিযান চালিয়ে অবৈধ ২ লাখ মিটার কারেন্ট জাল ও ৫০ হাজার মিটার বেড় জাল জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।
সোমবার রাতভর অভিযান চালিয়ে রাবনাবাদ নদীর মোহনা থেকে এসব জাল উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার সকাল ১০টায় কলাপাড়া হেলিপ্যাড মাঠে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের এসব জাল পুড়িয়ে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মাহমুদ হোসেন মোল্লা।
রাবনাবাদসহ বিভিন্ন নদীতে অবৈধ জাল উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম।