আন্তর্জাতিক ডেস্ক: আরব আমিরাতে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পাসপোর্টের পরিবর্তে বায়োমেট্রিক প্রযুক্তির ট্রায়াল শুরু
বিমানবন্দরে পাসপোর্টের পরিবর্তে বায়োমেট্রিক্স প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
রাজধানীর আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে এই ট্রায়াল শুরু হয়েছে। বায়োমেট্রিক ফেস-স্ক্যানিং প্রযুক্তি মানে আন্তর্জাতিকভাবে ভ্রমণ করার জন্য আপনাকে পাসপোর্ট দেখাতে হবে না।
আবুধাবিভিত্তিক প্রযুক্তি কোম্পানি নেক্সট৫০-এর অধীনে গৃহীত এই প্রকল্পের উদ্দেশ্য হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিমানবন্দরে চেক-ইন দ্রুততর করা এবং পাসপোর্টের প্রয়োজনীয়তা দূর করা।
প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হলে যাত্রীরা অপ্রয়োজনীয় যোগাযোগ এড়াতে পারবেন এবং তাদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সুবিধাজনক, সহজতর এবং স্বাস্থ্যকর হবে। এছাড়াও যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে এবং তাদের লম্বা সারি তৈরি হবে না।
বায়োমেট্রিক্স পদ্ধতির এই সিস্টেমটিতে যাত্রীদের তথ্য ও বিবরণ যাচাইয়ের জন্য হাই-টেক বায়োমেট্রিক ক্যামেরার ব্যবহার করা হবে। তার পাশাপাশি বিমানবন্দরে আরও থাকবে কিছু টাচপয়েন্ট যেখানে সেল্ফ-সার্ভিস ব্যাগেজ ড্রপ, পাসপোর্ট কন্ট্রোল, বিজনেস ক্লাস লাউঞ্জ এবং বোর্ডিং গেইটের ব্যবস্থা থাকবে।
আশা করা হচ্ছে, একবার প্রকল্পটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে, এটি মধ্যপ্রাচ্যের একমাত্র বিমানবন্দর হবে যেখানে সকল গ্রাহক টাচপয়েন্ট জুড়ে বায়োমেট্রিক্স ব্যবস্থা থাকবে। এতে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা যাবে যা আবুধাবি বিমানবন্দরের বিশ্বের সবচেয়ে প্রযুক্তি-চালিত বিমানবন্দরের অপারেটর হওয়ার স্বপ্নকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে।