প্রবাস ডেস্ক: বিডি হাব সিডনি আয়োজিত বিজয় মেলায় কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে ছোট্ট এক টুকরো বাংলাদেশে রূপ নেয়। প্রবাসে নুতন প্রজন্মের কাছে বিজয়ের গৌরবময় ইতিহাস ও স্মৃতিগাঁথা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের সাথে প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের পরিচয় করিয়ে দেওয়ার মহতী উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়।
এর ধারাবাহিকতায় বিডি হাব সিডনি তাদের নিজস্ব অডিটোরিয়ামে শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের নিয়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে।
বিডি হাব সিডনির সভাপতি আবদুল খান রতন ও অন্যান্য পরিচালকরা বলেন, সিডনিবাসীদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তারা ছেলে-মেয়েদের নিয়ে একসাথে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও সূর্য সন্তানদের সাথে পরিচিত হয়েছে। তারা উপস্থিত শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের মাধ্যমে সিডনিবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনগুলোতেও পাশে থাকার বিনীত অনুরোধ জানান।
অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন বাউল সম্রাট শফি মণ্ডল। তাকে সঙ্গ দেন ফারিয়া নাজিম, সাকিনা আক্তার ও লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের এটিএন নিউজের সিইও মীর মো. মোতাহার হাসান।