Dhaka , Sunday, 15 December 2024

সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রতিষ্ঠান ‘আমানাহ মানি ট্রান্সফার’

  • Robiul Islam
  • আপডেট টাইম : 01:10:15 pm, Thursday, 22 December 2022
  • 37 বার

প্রবাস ডেস্ক: স্পেন থেকে বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রতিষ্ঠান হিসেবে ‘আমানাহ মানি ট্রান্সফার’ প্রথমস্থান অর্জন করেছে।

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অনুমোদিত আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রেমিট্যান্স সেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘আন্তর্জাতিক অভিবাসী অ্যাওয়ার্ড-২০২২’ আমানাহ মানি ট্রান্সফার রেমিট্যান্স পাঠিয়ে প্রথম হওয়ার এই গৌরব অর্জন করে।

‘থাকবো ভালো- রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়- গড়বো বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে স্পেনের রাজধানী মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে স্পেন থেকে রেমিট্যান্স পাঠানোয় প্রথম আমানাহ মানি ট্রান্সফার এবং দ্বিতীয় ভিক্টরি মানি ট্রান্সফার ও ট্রাভেলসের কর্ণধারের হাতে পদক তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।

অনুষ্ঠানে আমানাহ মানি ট্রান্সফারের স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামান মনির স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন। এ সময় দূতাবাসের প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল, কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ, প্রথম সচিব (শ্রম) মুতাসিমুল ইসলাম, কাউন্সিলর দীন মোহাম্মদ ইনামুল হক, প্রশাসনিক কর্মকর্তা এ এস এম রেজা শাহ পাহলভী এবং বাংলাদেশ কমিউনিটি সংগঠকসহ অনেক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

বৈধ চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহ দিতে এই অ্যাওয়ার্ড অর্জন তাদের আরও সামনের দিকে এগিয়ে নিতে উৎসাহিত করবে বলে তারা মনে করেন আমানাহ মানি ট্রান্সফারের স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামান মনির।

তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, আমরা ২০২২ সালের সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করেছি এবং পুরস্কার পেয়েছি। এই পুরস্কার পাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান আমাদের কাস্টমারদের। তারা আমাদের সেবা পেয়ে খুশি। আমরা বিশ্বস্ততার সঙ্গে নিরাপদে তাদের অর্থ দেশে পাঠাচ্ছি।

আমরা সবসময় সর্বোচ্চ কাস্টমার সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আমরা ভালো রেটও দিচ্ছি। দূতাবাস এই সম্মাননা আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে। এজন্য আমি রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদসহ দূতাবাসের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার বিষয়ক রেজুলেশন গৃহীত

সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রতিষ্ঠান ‘আমানাহ মানি ট্রান্সফার’

আপডেট টাইম : 01:10:15 pm, Thursday, 22 December 2022

প্রবাস ডেস্ক: স্পেন থেকে বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রতিষ্ঠান হিসেবে ‘আমানাহ মানি ট্রান্সফার’ প্রথমস্থান অর্জন করেছে।

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অনুমোদিত আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রেমিট্যান্স সেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘আন্তর্জাতিক অভিবাসী অ্যাওয়ার্ড-২০২২’ আমানাহ মানি ট্রান্সফার রেমিট্যান্স পাঠিয়ে প্রথম হওয়ার এই গৌরব অর্জন করে।

‘থাকবো ভালো- রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়- গড়বো বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে স্পেনের রাজধানী মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে স্পেন থেকে রেমিট্যান্স পাঠানোয় প্রথম আমানাহ মানি ট্রান্সফার এবং দ্বিতীয় ভিক্টরি মানি ট্রান্সফার ও ট্রাভেলসের কর্ণধারের হাতে পদক তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।

অনুষ্ঠানে আমানাহ মানি ট্রান্সফারের স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামান মনির স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন। এ সময় দূতাবাসের প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল, কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ, প্রথম সচিব (শ্রম) মুতাসিমুল ইসলাম, কাউন্সিলর দীন মোহাম্মদ ইনামুল হক, প্রশাসনিক কর্মকর্তা এ এস এম রেজা শাহ পাহলভী এবং বাংলাদেশ কমিউনিটি সংগঠকসহ অনেক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

বৈধ চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহ দিতে এই অ্যাওয়ার্ড অর্জন তাদের আরও সামনের দিকে এগিয়ে নিতে উৎসাহিত করবে বলে তারা মনে করেন আমানাহ মানি ট্রান্সফারের স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামান মনির।

তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, আমরা ২০২২ সালের সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করেছি এবং পুরস্কার পেয়েছি। এই পুরস্কার পাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান আমাদের কাস্টমারদের। তারা আমাদের সেবা পেয়ে খুশি। আমরা বিশ্বস্ততার সঙ্গে নিরাপদে তাদের অর্থ দেশে পাঠাচ্ছি।

আমরা সবসময় সর্বোচ্চ কাস্টমার সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আমরা ভালো রেটও দিচ্ছি। দূতাবাস এই সম্মাননা আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে। এজন্য আমি রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদসহ দূতাবাসের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।