Dhaka , Monday, 5 June 2023

ক্ষুদে শিক্ষার্থীদের পাশে সিঙ্গাপুর প্রবাসী জনি

  • Robiul Islam
  • আপডেট টাইম : 02:36:19 pm, Friday, 23 December 2022
  • 67 বার

নিউজ ডেস্ক: সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, রহমান গ্রুপ ও এ রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জনি এলাকার ক্ষুদে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। নিজে উপস্থিত থেকে বিভিন্ন উপহার দিয়ে তাদের পুরস্কৃত করেছেন।

 

জাহাঙ্গীর আলম জনির পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার সকালে নিজ জন্মস্থান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লালমিয়া মুন্সি জামে ও মসজিদ ও মোহাম্মদীয় নূরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাদ্রাসার কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

স্থানীয় মসজিদ কমিটির সহসভাপতি জালাল মিয়ার সভাপতিত্বে এ সময় দৈনিক জাতীয় নিশান পত্রিকার সম্পাদক ও বাংলা টিভির নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমন, জমিদারহাট রেডিয়ান্ট রেসিডেনসিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবুল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

এ সময় জাহাঙ্গীর আলম জনি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। ওরা এখন ফুলের মতো। ওদের সঠিক ভাবে পরিচর্যা করতে হবে। তবেই বড় হয়ে তারা সমাজ ও দেশের জন্য কাজ করবে। সমাজের অন্যায়, অবিচার ও জুলুম নির্যাতন দুর হবে যখন সমাজের মানুষ সু শিক্ষায় শিক্ষিত হবে। শিক্ষা বিস্তারে তিনি সবাইকে এগিয়ে আসার আহবান জানান এবং ধর্মীয় শিক্ষার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

 

এ সময় বিশেষ মুনাজাতের মাধ্যমে সবার জন্য দোয়া করা হয়। পরে জাহাঙ্গীর আলম জনি মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তাদের সাথে কিছুক্ষণ সময় কাটান। তাদের যে কোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন। প্রবাসী জাহাঙ্গীর আলম জনিকে পাশে পেয়ে ক্ষুদে এসব শিক্ষার্থী ও এলাকাবাসী খুবই খুশি হন অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

 

উল্লেখ্য, জাহাঙ্গীর আলম জনি সব সময় সমাজের অসহায়, দু:স্থ মানুষের পাশে দাঁড়ান। করোনা কালেও তিনি কর্মহীন অসহায় হাজার হাজার মানুষকে খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

জনপ্রিয় সংবাদ

ক্ষুদে শিক্ষার্থীদের পাশে সিঙ্গাপুর প্রবাসী জনি

আপডেট টাইম : 02:36:19 pm, Friday, 23 December 2022

নিউজ ডেস্ক: সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, রহমান গ্রুপ ও এ রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জনি এলাকার ক্ষুদে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। নিজে উপস্থিত থেকে বিভিন্ন উপহার দিয়ে তাদের পুরস্কৃত করেছেন।

 

জাহাঙ্গীর আলম জনির পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার সকালে নিজ জন্মস্থান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লালমিয়া মুন্সি জামে ও মসজিদ ও মোহাম্মদীয় নূরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাদ্রাসার কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

স্থানীয় মসজিদ কমিটির সহসভাপতি জালাল মিয়ার সভাপতিত্বে এ সময় দৈনিক জাতীয় নিশান পত্রিকার সম্পাদক ও বাংলা টিভির নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমন, জমিদারহাট রেডিয়ান্ট রেসিডেনসিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবুল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

এ সময় জাহাঙ্গীর আলম জনি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। ওরা এখন ফুলের মতো। ওদের সঠিক ভাবে পরিচর্যা করতে হবে। তবেই বড় হয়ে তারা সমাজ ও দেশের জন্য কাজ করবে। সমাজের অন্যায়, অবিচার ও জুলুম নির্যাতন দুর হবে যখন সমাজের মানুষ সু শিক্ষায় শিক্ষিত হবে। শিক্ষা বিস্তারে তিনি সবাইকে এগিয়ে আসার আহবান জানান এবং ধর্মীয় শিক্ষার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

 

এ সময় বিশেষ মুনাজাতের মাধ্যমে সবার জন্য দোয়া করা হয়। পরে জাহাঙ্গীর আলম জনি মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তাদের সাথে কিছুক্ষণ সময় কাটান। তাদের যে কোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন। প্রবাসী জাহাঙ্গীর আলম জনিকে পাশে পেয়ে ক্ষুদে এসব শিক্ষার্থী ও এলাকাবাসী খুবই খুশি হন অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

 

উল্লেখ্য, জাহাঙ্গীর আলম জনি সব সময় সমাজের অসহায়, দু:স্থ মানুষের পাশে দাঁড়ান। করোনা কালেও তিনি কর্মহীন অসহায় হাজার হাজার মানুষকে খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করেন।