প্রবাস ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় মিশিগানের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিরা বিজয়ের ৫১তম দিবস উদযাপন করেছেন। বিজয় দিবসের অধিকাংশ অনুষ্ঠান ১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর শুক্রবার, শনিবার ও রোববারে অনুষ্ঠিত হয়।
গত শনিবার ওয়ারেন সিটির মৃধা বাঙালি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে উদযাপন করা হয় বাংলাদেশের মহান বিজয় দিবস। এ উপলক্ষে সাংস্কৃতিক কেন্দ্রটি দেশের পতাকা সংবলিত বিভিন্ন ফেস্টুন দিয়ে সাজানো হয়।
বিকেল ৪টা থেকে অনুষ্ঠানস্থলে আসতে থাকেন নারী-পুরুষসহ এদেশে বেড়ে ওঠা শিশু-কিশোররা। বাংলাদেশ-আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনার মধ্য শুরু হয় বিজয়ের অনুষ্ঠান। এমনকি বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনায় সময় এদেশে বেড়ে ওঠা শিশু-কিশোরদের সমস্বরে গাওয়া ও তাদের পদচারণায় বিজয়ের অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।
মৃধা সাংস্কৃতিক কেন্দ্রের চিফ কো-অর্ডিনেটর মৃদুল কান্তি সরকার ও সংস্কৃতি কর্মী তৃষা সাহার যৌথ সঞ্চালনায় বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের পৃষ্ঠপোষক ডা. দেবাশীষ মৃধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিনু মুধা ও বাংলা স্কুল অব মিউজিকের প্রিন্সিপাল আকরাম হোসেন। স্বাগত বক্তব্য দেন বিজয় দিবস উদযাপন কমিটির কো-অর্ডিনেটর অন্তরা দাস অন্তি।
বিজয় দিবস উপলক্ষে গান ও কবিতার বিশেষ পরিবেশনায় অংশ নিয়েছেন এখানে বসবাসরত সংস্কৃতি কর্মী ধর। নাট্য অনুষ্ঠানে ফুটে ওঠে মহান মুক্তিযুদ্ধে বাঙালি নারীর জীবন উৎসর্গের চিত্র এবং কবিতায় তেজদীপ্ত বাঙালীর মুক্তিযুদ্ধের আহ্বান। কবিতা আবৃত্তি করেন সাংবাদিক সাইফুল আজম সিদ্দিকী, জনা দাস, বাদল মণ্ডল।
এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক সংগীত পরিবেশন করেন অনামিকা রায়, পৃথা দেব, ফারহানা ইলোরা হোসেন, ফারজানা রহমান সানিয়া, সুরভী বর্ণিকসহ সাদাকালো ব্যান্ড ও নাট্যরাজ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
এছাড়াও মিশিগানে বিজয় দিবস উদযাপন করেছেন হ্যামট্রামেক সিটির ওকল্যান্ড মিডল স্কুলে অধ্যয়রনত বাংলাদেশি শিক্ষার্থীরা। ওই বিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশি বংশোদ্ভূত জাহেদ জিয়া বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আমরা আমাদের মহান বিজয় দিবস উদযাপন করেছি। মহান মুক্তিযুদ্ধের পটভুমি তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশি শিক্ষার্থীরা দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়েছে। প্রবাসে নিজ দেশকে উন্মোচন করতে পারছি, এটাই বড় আনন্দের।
এদিকে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয় দিবস উদযাপন করেছেন মিশিগানের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিশিগান শাখা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অভিভুক্ত শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান, ফ্রেন্ডস সোসাইটি অব মিশিগান, ওয়েইন স্টেইট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিএসএ)। তবে শনিবার মহান বিজয় দিবস উদযাপন করেন মিশিগান যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।