আন্তর্জাতিক ডেস্ক: দুবাইতে জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় দুই সৌদি নারীর মৃত্যুর জন্য এক ভারতীয় ও এক বাংলাদেশি প্রায় এক লাখ ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। শনিবার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
দুবাইয়ের একটি আদালত ভারতীয় চালককে ৫৪৫ ডলার জরিমানা এবং ৫৩ হাজার ৭৫৭ ডলার রক্তপণ বাবদ প্রদানের নির্দেশ দিয়েছে। বাকী অর্থ বাংলাদেশিকে দিতে বলা হয়েছে।
একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুবাইয়ের একটি আদালত ৩ জুলাই দুবাইয়ের আল-বারশা এলাকায় একটি গাড়ি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে রক্তের অর্থ প্রদানের জন্য এই দুই ব্যক্তিকে নির্দেশ দিয়েছে।
ন্যাশনাল রিপোর্ট নামের পত্রিকাটি বলেছে, ‘দুবাই ট্র্যাফিক আদালত বলেছে, একজন বাংলাদেশের এবং অন্যজন ভারত থেকে, উভয়ই ৪৮ বছর বয়সী এবং ঘটনার দিন বেপরোয়াভাবে তারা গাড়ি চালিয়েছিল।’ দুর্ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয় এবং পরিবারের আরও চার সদস্য আহত হয় বলে জানিয়েছে পত্রিকাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি ব্যক্তি প্রধান সড়কের মাঝখানে তার গাড়ি থামিয়ে উল্টো দিকে যেতে শুরু করেন। অন্য একটি গাড়িতে থাকা ভারতীয় চালক ওই গাড়িটিকে দেখতে ব্যর্থ হয়ে সেটিতে ধাক্কা দেয়। উভয় গাড়িই তৃতীয় একটি গাড়িকে ধাক্কা দেয়, যার ভেতরে সৌদি আরবের একটি পরিবার ছিল।