Dhaka , Thursday, 28 March 2024

সিডনিতে বেগম রোকেয়া দিবস উদযাপন

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:12:33 am, Tuesday, 27 December 2022
  • 48 বার

প্রবাস ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে ‘পড়ুয়ার আসর’ বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক বিশেষ স্মরণসভা ও পাঠ কর্মসূচি পালন করেছে। এদিন রোকেয়া আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের মূল পর্ব শুরুর পর বেগম রোকেয়ার জীবনী পাঠ করেন শামসুন্নাহার বিউটি ও নুরুন্নাহার বেগম।

তৎকালীন সমাজ ব্যবস্থার বিভিন্ন চিত্র ফুটে উঠেছে বেগম রোকেয়ার ‘অবরোধবাসিনী’ লেখায়। সেখান থেকে অংশ বিশেষ পাঠ করেন রীনা আক্তার, শামীমা আলমগীর, লায়লা লজি, লুৎফা সিদ্দীকা, আজিজা শাদাত, রুনু রফিক, রানী নাহিদ, রওশন আরা পারভীন ও সীমা আহমেদ।

মতিচূর গ্রন্থে প্রকাশিত বেগম রোকেয়ার প্রথম প্রবন্ধ ‘স্ত্রীজাতির অবনতি’ সম্মিলিত ভাবে পাঠ করেন নাসরিন মোফাজ্জল, বুলা হাসান ও লতা খান। সম্মিলিতভাবে একে একে অন্যতম গুরুত্বপূর্ণ প্রবন্ধ ‘অর্ধাঙ্গী’সহ অন্যান্য প্রবন্ধ, কৌতুক কণা ও বেগম রোকেয়ার লেখা চিঠি পাঠের পাশাপাশি নারীর অগ্রযাত্রায় তার অবদান নিয়ে মতবিনিময় করা হয়।

বেগম রোকেয়াকে নিয়ে লেখা কবি রামচন্দ্র দাসের ‘আঁধার বিনাশী আলো’ কবিতাটি ভাব গাম্ভীর্য নিয়ে আবৃত্তি করেন নুরুন্নাহার বেগম। বেগম রোকেয়া নারী জাগরণ ও সামগ্রিক সমাজ উন্নয়নের এক হৃদয়স্পর্শী আহবান জানান ‘সুবহে সাদিক’ প্রবন্ধে। এই প্রবন্ধটি যৌথভাবে পাঠ করেন নাসরিন মোফাজ্জল ও রোকেয়া আহমেদ। সবশেষে ‘জাগো নারী জাগো বহ্নি শিখা’সহ অন্যান্য গান পরিবেশন করেন সীমা আহমেদ, রুনু রফিক ও রানী নাহিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

জনপ্রিয় সংবাদ

সিডনিতে বেগম রোকেয়া দিবস উদযাপন

আপডেট টাইম : 08:12:33 am, Tuesday, 27 December 2022

প্রবাস ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে ‘পড়ুয়ার আসর’ বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক বিশেষ স্মরণসভা ও পাঠ কর্মসূচি পালন করেছে। এদিন রোকেয়া আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের মূল পর্ব শুরুর পর বেগম রোকেয়ার জীবনী পাঠ করেন শামসুন্নাহার বিউটি ও নুরুন্নাহার বেগম।

তৎকালীন সমাজ ব্যবস্থার বিভিন্ন চিত্র ফুটে উঠেছে বেগম রোকেয়ার ‘অবরোধবাসিনী’ লেখায়। সেখান থেকে অংশ বিশেষ পাঠ করেন রীনা আক্তার, শামীমা আলমগীর, লায়লা লজি, লুৎফা সিদ্দীকা, আজিজা শাদাত, রুনু রফিক, রানী নাহিদ, রওশন আরা পারভীন ও সীমা আহমেদ।

মতিচূর গ্রন্থে প্রকাশিত বেগম রোকেয়ার প্রথম প্রবন্ধ ‘স্ত্রীজাতির অবনতি’ সম্মিলিত ভাবে পাঠ করেন নাসরিন মোফাজ্জল, বুলা হাসান ও লতা খান। সম্মিলিতভাবে একে একে অন্যতম গুরুত্বপূর্ণ প্রবন্ধ ‘অর্ধাঙ্গী’সহ অন্যান্য প্রবন্ধ, কৌতুক কণা ও বেগম রোকেয়ার লেখা চিঠি পাঠের পাশাপাশি নারীর অগ্রযাত্রায় তার অবদান নিয়ে মতবিনিময় করা হয়।

বেগম রোকেয়াকে নিয়ে লেখা কবি রামচন্দ্র দাসের ‘আঁধার বিনাশী আলো’ কবিতাটি ভাব গাম্ভীর্য নিয়ে আবৃত্তি করেন নুরুন্নাহার বেগম। বেগম রোকেয়া নারী জাগরণ ও সামগ্রিক সমাজ উন্নয়নের এক হৃদয়স্পর্শী আহবান জানান ‘সুবহে সাদিক’ প্রবন্ধে। এই প্রবন্ধটি যৌথভাবে পাঠ করেন নাসরিন মোফাজ্জল ও রোকেয়া আহমেদ। সবশেষে ‘জাগো নারী জাগো বহ্নি শিখা’সহ অন্যান্য গান পরিবেশন করেন সীমা আহমেদ, রুনু রফিক ও রানী নাহিদ।