Dhaka , Saturday, 20 April 2024

ভয়াবহ দুর্ঘটনার কারণ নিজেই জানালেন পান্ত

  • Robiul Islam
  • আপডেট টাইম : 11:27:14 am, Friday, 30 December 2022
  • 46 বার

স্পোর্টস ডেস্ক: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার ঋষভ পান্ত। শুক্রবার ভোরে দিল্লি থেকে উত্তরাখণ্ডের বাড়ি ফেরার পথে রুরকির নারসানের কাছে হাম্মাদপুর ঝালের কাছে ভয়াবহ গাড়ি এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। কেন এমন দুর্ঘটনা ঘটেছে, তার কারণ তিনি নিজেই জানালেন।

ভারতীয় এই উইকেটরক্ষক অবশ্য এই কারণ গণমাধ্যমকে জানাননি, জানিয়েছেন উত্তরাখণ্ড পুলিশকে। ডিজিপি অশোক কুমার জানান, ‘ভোর ৫.৩০ মিনিটে ঋষভ পান্তের গাড়ি দুর্ঘটনাটি ঘটে। রুরকির মোহাম্মদপুর জটের কাছে ঘটে সেই দুর্ঘটনাটি। পান্ত পুলিশকে বলেন যে, গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। প্রথমে রুরকির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে দেরাদুনে নিয়ে যাওয়া হয়েছে তাকে।’

বাংলাদেশ সফরে ভারতীয় দলে ছিলেন ঋষভ। সেখান থেকে দেশে ফেরার পরেই নিজের বাড়িতে যাচ্ছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজে দলে অবশ্য তিনি নেই। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য কিছু দিনের মধ্যেই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যাওয়ার কথা ছিল তার।

পন্থ নিজেই তার গাড়িটি চালাচ্ছিলেন। দিল্লি-দেহরাদুন হাইওয়েতে রুরকির কাছে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এর পরেই গাড়িটিতে আগুন লেগে যায়। উত্তরাখণ্ডের পুলিশ জানিয়েছে যে, পন্থ গাড়িতে একাই ছিলেন। গাড়ি চালিয়ে দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন ভারতীয় উইকেটরক্ষক। সেই ডিভাইডারে ধাক্কা মারেন তিনি। গাড়িতে আগুন লেগে যায়। পন্থের মাথা, পিঠ এবং পায়ে চোট লাগে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

ভয়াবহ দুর্ঘটনার কারণ নিজেই জানালেন পান্ত

আপডেট টাইম : 11:27:14 am, Friday, 30 December 2022

স্পোর্টস ডেস্ক: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার ঋষভ পান্ত। শুক্রবার ভোরে দিল্লি থেকে উত্তরাখণ্ডের বাড়ি ফেরার পথে রুরকির নারসানের কাছে হাম্মাদপুর ঝালের কাছে ভয়াবহ গাড়ি এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। কেন এমন দুর্ঘটনা ঘটেছে, তার কারণ তিনি নিজেই জানালেন।

ভারতীয় এই উইকেটরক্ষক অবশ্য এই কারণ গণমাধ্যমকে জানাননি, জানিয়েছেন উত্তরাখণ্ড পুলিশকে। ডিজিপি অশোক কুমার জানান, ‘ভোর ৫.৩০ মিনিটে ঋষভ পান্তের গাড়ি দুর্ঘটনাটি ঘটে। রুরকির মোহাম্মদপুর জটের কাছে ঘটে সেই দুর্ঘটনাটি। পান্ত পুলিশকে বলেন যে, গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। প্রথমে রুরকির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে দেরাদুনে নিয়ে যাওয়া হয়েছে তাকে।’

বাংলাদেশ সফরে ভারতীয় দলে ছিলেন ঋষভ। সেখান থেকে দেশে ফেরার পরেই নিজের বাড়িতে যাচ্ছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজে দলে অবশ্য তিনি নেই। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য কিছু দিনের মধ্যেই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যাওয়ার কথা ছিল তার।

পন্থ নিজেই তার গাড়িটি চালাচ্ছিলেন। দিল্লি-দেহরাদুন হাইওয়েতে রুরকির কাছে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এর পরেই গাড়িটিতে আগুন লেগে যায়। উত্তরাখণ্ডের পুলিশ জানিয়েছে যে, পন্থ গাড়িতে একাই ছিলেন। গাড়ি চালিয়ে দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন ভারতীয় উইকেটরক্ষক। সেই ডিভাইডারে ধাক্কা মারেন তিনি। গাড়িতে আগুন লেগে যায়। পন্থের মাথা, পিঠ এবং পায়ে চোট লাগে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।