প্রবাস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি তেলের মূল্য নির্ধারণ কমিটি ২০২৩ সালের জানুয়ারী মাসের জন্য পেট্রোল এবং ডিজেলের নতুন দাম ঘোষণা করেছে।
সুপার ৯৮ পেট্রোলের দাম হবে প্রতি লিটার ২.৭৮ দিরহাম, যা ডিসেম্বরে ছিল ৩.৩০ দিরহাম। স্পেশাল ৯৫-এর দাম পড়বে প্রতি লিটার ২.৬৭ দিরহাম, যা আগের মাসে ছিল ৩.১৮ দিরহাম।
ই-প্লাস ৯১ ক্যাটাগরির পেট্রোল প্রতি লিটার ২.৫৯ দিরহামে পাওয়া যাবে, যা ডিসেম্বরে ছিল ৩.১১ দিরহাম।
জানুয়ারিতে ডিজেলের দাম হবে প্রতি লিটার ৩.২৯ দিরহাম, যা আগের মাসে ছিল ৩.৭৪ দিরহাম।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ কমিটি প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য পুনঃনির্ধারণ করে থাকে।