Dhaka , Tuesday, 26 September 2023
শিরোনাম :
চোখ লাফানোও হতে পারে মারাত্মক অসুখ মেক্সিকো সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী রাস্তা প্রশস্ত করতে ইরাকে ভাঙা হল তিনশ’ বছরের পুরনো মিনার, চারিদিকে নিন্দা অবৈধ অভিবাসীদের ঠেকাতে তিউনিসিয়া-ইইউ সমঝোতা শস্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা, ইউক্রেন ছাড়ল শেষ শস্যবাহী জাহাজ ফ্রাঙ্কফুর্টে সান বাঁধানো লেকের ধারে জমে উঠেছিল প্রবাসীদের ঈদ উৎসব দশ মাস পর আবারও রাস্তায় ইরানের বিতর্কিত ‘নীতি পুলিশ’ বার্সেলোনায় ঐতিহ্যবাহী ‘বাংলার মেলা’ মার্কিন গুচ্ছ বোমা ব্যবহার করলেই ইউক্রেনের ‘সর্বনাশ’, পুতিনের হুঁশিয়ারি ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদান কর্মসূচি পালিত

প্রবাসী হত্যা মামলায় ১১ জন গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:05:34 pm, Saturday, 14 January 2023
  • 35 বার

নিউজ ডেস্ক : মালয়েশিয়া প্রবাসী যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ৮। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কয়েকটি মোবাইল, নগদ টাকা, ভোটার আইডি কার্ড, এটিএম কার্ডসহ বিভিন্ন সামগ্রী।

বুধবার দুপুরে বরিশাল নগরের র‌্যাব-৮ সদর দপ্তরে এসব তথ্য জানিয়েছেন কমান্ডিং অফিসার ও পরিচালক লেফটেনেন্ট কর্নেল মাহমুদুল হাসান।

লিখিত বক্তব্যে মাহামুদুল হাসান জানান, গত ২৬ ডিসেম্বর শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ঠাকুরকান্দি এলাকায় পূর্ব শত্রুতার জেরে দানেশ সরদার (৩৫) নামের এক মালয়েশিয়া প্রবাসী যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা সোনা মিয়া ২৭ ডিসেম্বর নড়িয়া থানায় ৫৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

সাংবাদ সম্মেলনে জানানো হয়, নিহত দানেশ সরদার ১০ বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন। ঘটনার তিন মাস আগে তিনি দেশে আসেন এবং পূর্ব বিরোধের জের ধরে আসামি পক্ষের সঙ্গে তার নতুন করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ২৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে ঠাকুরকান্দি গ্রামে লোকমান আকনের বাড়ির সামনে পূর্ব থেকে ওত পেতে থাকা আসামিরা ধারাল অস্ত্র এবং লাঠিসোটা দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে দানেশ সরকারকে হত্যা করে।

মামলা দায়েরের পর র‌্যাব-৮ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং হত্যা মামলার ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে মাদারিপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার কে এম শাইখ আকতারের নেতৃত্বে মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা মহানগরের শাহাবাগ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শাহবাগ থেকে মামলার এজাহার ভুক্ত আসামি নড়িয়া উপজেলার ঠাকুরকান্দি এলাকার শাহিন মোড়ল (২৪) ও একই এলাকা থেকে আসামি নাসির বেপারী (৩২), কামাল কাজী (২৭), আওয়ার মালত (৩৫), জব্বার হাওলাদার (৪৫), মিলন বেপারি (৪০), ডিটু বেপারিকে (৩৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যানুযায়ী একই দিন ঢাকা মহানগরের শাহবাগ থানার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে জনি মোড়ল (২২), রাসেল মালত (৩০), ওয়াহেদ খান (২২) ও দেলোয়ার কাজীকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ এর পরিচালক লেফটেনেন্ট কর্নেল মাহমুদুল হাসান আরও বলেন, গ্রেপ্তারকৃতরা নিজেদের মধ্যে আলোচনা করতে ঢাকার শাহবাগে একত্রিত হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তার করতে র‌্যাব-৮ এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের শরীয়তপুর জেলার নড়িয়া থানায় হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

জনপ্রিয় সংবাদ

চোখ লাফানোও হতে পারে মারাত্মক অসুখ

প্রবাসী হত্যা মামলায় ১১ জন গ্রেপ্তার

আপডেট টাইম : 09:05:34 pm, Saturday, 14 January 2023

নিউজ ডেস্ক : মালয়েশিয়া প্রবাসী যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ৮। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কয়েকটি মোবাইল, নগদ টাকা, ভোটার আইডি কার্ড, এটিএম কার্ডসহ বিভিন্ন সামগ্রী।

বুধবার দুপুরে বরিশাল নগরের র‌্যাব-৮ সদর দপ্তরে এসব তথ্য জানিয়েছেন কমান্ডিং অফিসার ও পরিচালক লেফটেনেন্ট কর্নেল মাহমুদুল হাসান।

লিখিত বক্তব্যে মাহামুদুল হাসান জানান, গত ২৬ ডিসেম্বর শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ঠাকুরকান্দি এলাকায় পূর্ব শত্রুতার জেরে দানেশ সরদার (৩৫) নামের এক মালয়েশিয়া প্রবাসী যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা সোনা মিয়া ২৭ ডিসেম্বর নড়িয়া থানায় ৫৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

সাংবাদ সম্মেলনে জানানো হয়, নিহত দানেশ সরদার ১০ বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন। ঘটনার তিন মাস আগে তিনি দেশে আসেন এবং পূর্ব বিরোধের জের ধরে আসামি পক্ষের সঙ্গে তার নতুন করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ২৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে ঠাকুরকান্দি গ্রামে লোকমান আকনের বাড়ির সামনে পূর্ব থেকে ওত পেতে থাকা আসামিরা ধারাল অস্ত্র এবং লাঠিসোটা দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে দানেশ সরকারকে হত্যা করে।

মামলা দায়েরের পর র‌্যাব-৮ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং হত্যা মামলার ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে মাদারিপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার কে এম শাইখ আকতারের নেতৃত্বে মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা মহানগরের শাহাবাগ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শাহবাগ থেকে মামলার এজাহার ভুক্ত আসামি নড়িয়া উপজেলার ঠাকুরকান্দি এলাকার শাহিন মোড়ল (২৪) ও একই এলাকা থেকে আসামি নাসির বেপারী (৩২), কামাল কাজী (২৭), আওয়ার মালত (৩৫), জব্বার হাওলাদার (৪৫), মিলন বেপারি (৪০), ডিটু বেপারিকে (৩৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যানুযায়ী একই দিন ঢাকা মহানগরের শাহবাগ থানার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে জনি মোড়ল (২২), রাসেল মালত (৩০), ওয়াহেদ খান (২২) ও দেলোয়ার কাজীকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ এর পরিচালক লেফটেনেন্ট কর্নেল মাহমুদুল হাসান আরও বলেন, গ্রেপ্তারকৃতরা নিজেদের মধ্যে আলোচনা করতে ঢাকার শাহবাগে একত্রিত হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তার করতে র‌্যাব-৮ এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের শরীয়তপুর জেলার নড়িয়া থানায় হস্তান্তর করা হবে।