নিউজ ডেস্ক : মালয়েশিয়া প্রবাসী যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব- ৮। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কয়েকটি মোবাইল, নগদ টাকা, ভোটার আইডি কার্ড, এটিএম কার্ডসহ বিভিন্ন সামগ্রী।
বুধবার দুপুরে বরিশাল নগরের র্যাব-৮ সদর দপ্তরে এসব তথ্য জানিয়েছেন কমান্ডিং অফিসার ও পরিচালক লেফটেনেন্ট কর্নেল মাহমুদুল হাসান।
লিখিত বক্তব্যে মাহামুদুল হাসান জানান, গত ২৬ ডিসেম্বর শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ঠাকুরকান্দি এলাকায় পূর্ব শত্রুতার জেরে দানেশ সরদার (৩৫) নামের এক মালয়েশিয়া প্রবাসী যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা সোনা মিয়া ২৭ ডিসেম্বর নড়িয়া থানায় ৫৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
সাংবাদ সম্মেলনে জানানো হয়, নিহত দানেশ সরদার ১০ বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন। ঘটনার তিন মাস আগে তিনি দেশে আসেন এবং পূর্ব বিরোধের জের ধরে আসামি পক্ষের সঙ্গে তার নতুন করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ২৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে ঠাকুরকান্দি গ্রামে লোকমান আকনের বাড়ির সামনে পূর্ব থেকে ওত পেতে থাকা আসামিরা ধারাল অস্ত্র এবং লাঠিসোটা দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে দানেশ সরকারকে হত্যা করে।
মামলা দায়েরের পর র্যাব-৮ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং হত্যা মামলার ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে মাদারিপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার কে এম শাইখ আকতারের নেতৃত্বে মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা মহানগরের শাহাবাগ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শাহবাগ থেকে মামলার এজাহার ভুক্ত আসামি নড়িয়া উপজেলার ঠাকুরকান্দি এলাকার শাহিন মোড়ল (২৪) ও একই এলাকা থেকে আসামি নাসির বেপারী (৩২), কামাল কাজী (২৭), আওয়ার মালত (৩৫), জব্বার হাওলাদার (৪৫), মিলন বেপারি (৪০), ডিটু বেপারিকে (৩৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যানুযায়ী একই দিন ঢাকা মহানগরের শাহবাগ থানার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে জনি মোড়ল (২২), রাসেল মালত (৩০), ওয়াহেদ খান (২২) ও দেলোয়ার কাজীকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ এর পরিচালক লেফটেনেন্ট কর্নেল মাহমুদুল হাসান আরও বলেন, গ্রেপ্তারকৃতরা নিজেদের মধ্যে আলোচনা করতে ঢাকার শাহবাগে একত্রিত হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তার করতে র্যাব-৮ এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের শরীয়তপুর জেলার নড়িয়া থানায় হস্তান্তর করা হবে।