Dhaka , Thursday, 28 March 2024

জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসীদের পিঠা উৎসব

  • Robiul Islam
  • আপডেট টাইম : 02:36:37 pm, Monday, 16 January 2023
  • 47 বার

প্রবাস ডেস্ক: ব্যাপক আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে প্রতিবছরের মত এবারো জার্মানির ফ্রাঙ্কফুর্টের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব।

এই উপলক্ষে হেসেনসহ আশেপাশের সবগুলো প্রদেশ থেকে কয়েকশ প্রবাসী বাঙালিরা পিঠা উৎসবে যোগ দেয়। নারায়নগঞ্জ এসোসিয়েশন জার্মানীর উদ্যেগে পিঠা উৎসবটিতে প্রায় সবগুলো পরিবার থেকে নারীরা বাহারী পিঠা বানিয়ে সবার জন্য উপস্থাপন করেন।

সুস্বাদু পিঠার মধ্যে ছিল শীতকালীন ভাপা ,পুলি ,নকশি, পাটিসাপ্টা, চিতই, হাতের সেমাই, দোল্লা, ফুলঝুরি, তেলের পিঠা, মুকপাকনসহ মজাদার আরো বাহারি পিঠা। পরে আমন্ত্রিত সবার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়নগঞ্জ এসোসিয়েশনের সদস্যবৃন্দ। পরিবেশন করা হয় বাঙালি খাবারও। উৎসবে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও।
গানে অংশ নেয় খুশী, রুকন, মাহবুবুল ইসলাম, এনামুল মোহাম্মদ, রিয়াল ও আনোয়ার। নৃত্যে অংশ নেন মেথিয়া, ইশরা ও খুশীসহ অসংখ্য শিশুশিল্পী। উৎসবে আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে কুইজ ও বালিশ খেলা। পরে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

জনপ্রিয় সংবাদ

জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসীদের পিঠা উৎসব

আপডেট টাইম : 02:36:37 pm, Monday, 16 January 2023

প্রবাস ডেস্ক: ব্যাপক আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে প্রতিবছরের মত এবারো জার্মানির ফ্রাঙ্কফুর্টের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব।

এই উপলক্ষে হেসেনসহ আশেপাশের সবগুলো প্রদেশ থেকে কয়েকশ প্রবাসী বাঙালিরা পিঠা উৎসবে যোগ দেয়। নারায়নগঞ্জ এসোসিয়েশন জার্মানীর উদ্যেগে পিঠা উৎসবটিতে প্রায় সবগুলো পরিবার থেকে নারীরা বাহারী পিঠা বানিয়ে সবার জন্য উপস্থাপন করেন।

সুস্বাদু পিঠার মধ্যে ছিল শীতকালীন ভাপা ,পুলি ,নকশি, পাটিসাপ্টা, চিতই, হাতের সেমাই, দোল্লা, ফুলঝুরি, তেলের পিঠা, মুকপাকনসহ মজাদার আরো বাহারি পিঠা। পরে আমন্ত্রিত সবার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়নগঞ্জ এসোসিয়েশনের সদস্যবৃন্দ। পরিবেশন করা হয় বাঙালি খাবারও। উৎসবে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও।
গানে অংশ নেয় খুশী, রুকন, মাহবুবুল ইসলাম, এনামুল মোহাম্মদ, রিয়াল ও আনোয়ার। নৃত্যে অংশ নেন মেথিয়া, ইশরা ও খুশীসহ অসংখ্য শিশুশিল্পী। উৎসবে আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে কুইজ ও বালিশ খেলা। পরে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।