মালয়েশিয়ায় ডেস্ক: মালয়েশিয়ায় পুলিশ পরিচয়ে এক বাংলাদেশিকে ছিনতাইয়ের দায়ে মালয়েশিয়ার নাগরিক মুহাম্মদ ইউসুফ আবদুল্লাহকে (৫৫) চার বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়ালালামপুরের দায়রা আদালত।
শুক্রবার (২০ জানুয়ারি) বিচারক সিতি আমিনাহ গাজালি আসামি মুহাম্মদ ইউসুফ আবদুল্লাহকে ছিনতাই ও পুলিশ পরিচয় দেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করার পর তার সাজা ঘোষণা করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ২৭ ফেব্রুয়ারি কুয়ালালামপুর জালান ইপোর বাতু ৫ বাসস্টপে অভিযুক্ত নিজেকে একজন পুলিশ অফিসার পরিচয় দেয় এবং তার ব্যাগ থেকে ১ হাজার ৯০০ মালয়েশিয়ান রিঙ্গিত, একটি মোবাইল ফোন এবং ৩০০ বাংলাদেশি টাকা নেয়ার আগে বাংলাদেশিকে তার পাসপোর্ট এবং টিকা দেয়ার কার্ড দিতে বলে।
আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯২ ধারায় ডাকাতির অভিযোগ গঠন করা হয়, যার মধ্যে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা বা চাবুক মারার বিধান রয়েছে এবং একই কোডের ১৭০ ধারায় প্রতারণার অভিযোগ গঠন করা হয়েছে।
এদিকে সাজা ঘোষণার পর আসামির আইনজীবী শামসুল সুলাইমান তার মক্কেল বর্তমানে বেকার এবং তার দুটি সন্তানের ভরণপোষণের জন্য আদালতে নমনীয়তার আবেদন করেন।