Dhaka , Saturday, 30 September 2023
শিরোনাম :
চোখ লাফানোও হতে পারে মারাত্মক অসুখ মেক্সিকো সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী রাস্তা প্রশস্ত করতে ইরাকে ভাঙা হল তিনশ’ বছরের পুরনো মিনার, চারিদিকে নিন্দা অবৈধ অভিবাসীদের ঠেকাতে তিউনিসিয়া-ইইউ সমঝোতা শস্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা, ইউক্রেন ছাড়ল শেষ শস্যবাহী জাহাজ ফ্রাঙ্কফুর্টে সান বাঁধানো লেকের ধারে জমে উঠেছিল প্রবাসীদের ঈদ উৎসব দশ মাস পর আবারও রাস্তায় ইরানের বিতর্কিত ‘নীতি পুলিশ’ বার্সেলোনায় ঐতিহ্যবাহী ‘বাংলার মেলা’ মার্কিন গুচ্ছ বোমা ব্যবহার করলেই ইউক্রেনের ‘সর্বনাশ’, পুতিনের হুঁশিয়ারি ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদান কর্মসূচি পালিত

পাঠান : শাহরুখকে বাঁচাতে সালমানের লড়াই

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:04:34 am, Thursday, 26 January 2023
  • 33 বার

বিনোদন ডেস্ক: বুধবার (২৫ জানুয়ারি) ভারতজুড়ে ‍মুক্তি পায় শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। এ সিনেমায় একটি বিশেষ দৃশ্যে রয়েছেন সালমান খানও। ‘পাঠান’ নিয়ে তাই শাহরুখ ভক্তদের পাশাপাশি উচ্ছ্বসিত সালমান ভক্তরাও।

বিশেষ ওই দৃশ্যে একসঙ্গে দেখা গেছে শাহরুখ-সালমানকে। দুই খানের ভক্তরা দৃশ্যটি টুইটারে ভাইরাল করে দিয়েছেন। গুরুত্বপূর্ণ দৃশ্যটি ফাঁস হওয়ায় চটেছেন সিনেমাটির নির্মাতারা। তাদের আপত্তির মুখে ফাঁস হওয়া ভিডিওটি ইতিমধ্যে মুছে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

তবে ভিডিও সরিয়ে নিলেও, দৃশ্যটির একাধিক স্থিরচিত্র ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামে ভাইরাল। অ্যাকশনে ভরপুর ‘পাঠান’ সিনেমায় শাহরুখ-সালমানের দৃশ্যটিকে ‘করণ-অর্জুন’ রিটার্নস অ্যাখ্যা দিয়েছেন ভক্তরা।

সিনেমায় শাহরুখকে যখন ঘিরে ধরে ভিলেন বাহিনী, তখনই তাকে বাঁচাতে ছাদ ভেঙে হঠাৎ হাজির হোন সালমান। এরপর ভিলেন বাহিনীর বিরুদ্ধে একসঙ্গে দুই খানের চোখ ধাঁধানো লড়াই। ইতিমধ্যেই দর্শকরা এই দৃশ্যটিকে পাঠানের সেরা দৃশ্যের তকমা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে দৃশ্যটি।

নির্মাতারা নানান কড়াকড়ি নিয়ম, এমনকি অনুরোধ করার পরও পাঠান সিনেমার পাইরেসি ঠেকাতে পারেননি। ফার্স্ট ডে ফার্স্ট শো শেষ হতে না হতেই সিনেমাটির এইচডি কোয়ালিটি টেলিগ্রামে চলে আসে। পাইরেটেড ভার্সনটি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে নেটিজেনদের মধ্যে। টেলিগ্রামের একাধিক সিনেপ্রেমীদের গ্রুপে শেয়ার হচ্ছে সেটি।

এদিকে জানা গেছে, কেবল টেলিগ্রামই নয়, তামিলরকার্স ওয়েবসাইটেও ফাঁস হয়েছে পাঠানের পাইরেটেড ভার্সন। এর আগে মঙ্গলবার রাতেই পাঠান ফাঁস হয়েছিল ফিল্মিজিলা এবং ফিল্মি৪ওয়াপ ওয়েবসাইটে।

তবে অনলাইনে ফাঁস হলেও, ভক্তরা সিনেমা হলে গিয়েই বড় স্ক্রিনে শাহরুখ-দীপিকা-সালমান-জন আব্রাহামকে দেখতে লাইনে দাঁড়াচ্ছেন। আর তাই মুক্তির প্রথম দিনেই ‘ব্লকবাস্টার’ তকমা জিতে নিয়েছে পাঠান। বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করছেন, চলতি সপ্তাহের শেষেই ১০০ কোটির ক্লাবে নাম লেখাতে সক্ষম হবে পাঠান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

জনপ্রিয় সংবাদ

চোখ লাফানোও হতে পারে মারাত্মক অসুখ

পাঠান : শাহরুখকে বাঁচাতে সালমানের লড়াই

আপডেট টাইম : 08:04:34 am, Thursday, 26 January 2023

বিনোদন ডেস্ক: বুধবার (২৫ জানুয়ারি) ভারতজুড়ে ‍মুক্তি পায় শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। এ সিনেমায় একটি বিশেষ দৃশ্যে রয়েছেন সালমান খানও। ‘পাঠান’ নিয়ে তাই শাহরুখ ভক্তদের পাশাপাশি উচ্ছ্বসিত সালমান ভক্তরাও।

বিশেষ ওই দৃশ্যে একসঙ্গে দেখা গেছে শাহরুখ-সালমানকে। দুই খানের ভক্তরা দৃশ্যটি টুইটারে ভাইরাল করে দিয়েছেন। গুরুত্বপূর্ণ দৃশ্যটি ফাঁস হওয়ায় চটেছেন সিনেমাটির নির্মাতারা। তাদের আপত্তির মুখে ফাঁস হওয়া ভিডিওটি ইতিমধ্যে মুছে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

তবে ভিডিও সরিয়ে নিলেও, দৃশ্যটির একাধিক স্থিরচিত্র ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামে ভাইরাল। অ্যাকশনে ভরপুর ‘পাঠান’ সিনেমায় শাহরুখ-সালমানের দৃশ্যটিকে ‘করণ-অর্জুন’ রিটার্নস অ্যাখ্যা দিয়েছেন ভক্তরা।

সিনেমায় শাহরুখকে যখন ঘিরে ধরে ভিলেন বাহিনী, তখনই তাকে বাঁচাতে ছাদ ভেঙে হঠাৎ হাজির হোন সালমান। এরপর ভিলেন বাহিনীর বিরুদ্ধে একসঙ্গে দুই খানের চোখ ধাঁধানো লড়াই। ইতিমধ্যেই দর্শকরা এই দৃশ্যটিকে পাঠানের সেরা দৃশ্যের তকমা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে দৃশ্যটি।

নির্মাতারা নানান কড়াকড়ি নিয়ম, এমনকি অনুরোধ করার পরও পাঠান সিনেমার পাইরেসি ঠেকাতে পারেননি। ফার্স্ট ডে ফার্স্ট শো শেষ হতে না হতেই সিনেমাটির এইচডি কোয়ালিটি টেলিগ্রামে চলে আসে। পাইরেটেড ভার্সনটি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে নেটিজেনদের মধ্যে। টেলিগ্রামের একাধিক সিনেপ্রেমীদের গ্রুপে শেয়ার হচ্ছে সেটি।

এদিকে জানা গেছে, কেবল টেলিগ্রামই নয়, তামিলরকার্স ওয়েবসাইটেও ফাঁস হয়েছে পাঠানের পাইরেটেড ভার্সন। এর আগে মঙ্গলবার রাতেই পাঠান ফাঁস হয়েছিল ফিল্মিজিলা এবং ফিল্মি৪ওয়াপ ওয়েবসাইটে।

তবে অনলাইনে ফাঁস হলেও, ভক্তরা সিনেমা হলে গিয়েই বড় স্ক্রিনে শাহরুখ-দীপিকা-সালমান-জন আব্রাহামকে দেখতে লাইনে দাঁড়াচ্ছেন। আর তাই মুক্তির প্রথম দিনেই ‘ব্লকবাস্টার’ তকমা জিতে নিয়েছে পাঠান। বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করছেন, চলতি সপ্তাহের শেষেই ১০০ কোটির ক্লাবে নাম লেখাতে সক্ষম হবে পাঠান।