মালয়েশিয়া ডেস্ক: মালয়েশিয়ার জোহর রাজ্যের ক্লুয়াং জেলার মেংকিবোল রোডের একটি শ্রমিক হোস্টেলে মিয়ানমারের এক নাগরিকের রোপণ করা একটি গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায়, মোহাম্মদ রুবেল হাওলাদার (৩১) নামের এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে মিয়ানমারের একদল নাগরিক।
ক্লুয়াং পুলিশ প্রধান বাহরিন মোহাম্মদ নোহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা যায়, ক্লুয়াং জেলার মেংকিবোল রোডের একটি শ্রমিক হোস্টেলে একটি শসা গাছ রোপণ করা নিয়ে মিয়ানমার ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে মোহাম্মদ রুবেল হাওলাদার নামের এক বাংলাদেশি গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য এনচে বেসার হাজ্জাহ খালসোম হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক রুবেল হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২১ থেকে ৪১ বছর বয়সী মিয়ানমারের পাঁচ শ্রমিক এবং ৩০ থেকে ৪০ বছর বয়সী পাঁচ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ০.৬ মিটার লম্বা একটি লাল হাতল ও ০.৯ মিটার লম্বা দুটি লোহার পাইপসহ একটি ছুরি জব্দ করেছে।
এ ঘটনায় দণ্ডবিধির ১৪৮/৩২৬ ধারায় প্রাথমিকভাবে খোলা তদন্তপত্রের পরিবর্তে এখন দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী হত্যা মামলার তদন্ত চলছে এবং আসামিদের আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে নেয়া হয়েছে।