স্পোর্টস ডেস্ক: তিন তারকা ফুটবলার লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে খেলিয়েও জয়ের দেখা পেল না ফরাসি জায়ান্ট পিএসজি।
শেষের আধা ঘণ্টায় একজন ফুটবলার কম নিয়ে খেলেছে পিএসজি। তারপরও জয়ের পথেই ছিল ক্রিস্তফর গালতিয়েরের দল।
কিন্তু শেষ রক্ষা হয়নি। ফরাসি চ্যাম্পিয়নদের মাঠ থেকে পয়েন্ট নিয়েই ফিরল রাঁস।
রবিবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে পিএসজি। নেইমার দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে নিয়েছিলেন। তবে যোগ করা সময়ের দারুণ গোলে সমতা ফেরান রাঁসের ফ্লোরিয়ান ব্যালোগান।
লিগে টানা দুই ম্যাচে জয়শূন্য রইল পিএসজি। আগের ম্যাচে রেনের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা। আর সবশেষ চার ম্যাচে ফরাসি জায়ান্টদের জয় কেবল একটায়!
মার্কো ভেরাত্তি লাল কার্ড দেখায় ৫৯তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় পিএসজি।