স্পোর্টস ডেস্ক: মাঠে সময়টা এমনিতেই ভালো কাটছে না পিএসজির। এর মাঝে আবার দলটিতে আঘাত হেনেছে চোট। পেশির সমস্যায় পিএসজির পরবর্তী ম্যাচে হয়তো খেলতে পারবেন না নেইমার।
ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে পিএসজি জানায়, পেশির চোটে ভুগছেন নেইমার এবং এজন্য এদিনের অনুশীলন থেকে বিরত থাকবেন এই ব্রাজিলিয়ান। শঙ্কা সত্যি হলে লিগ ওয়ানে মোঁপেলিয়ের বিপক্ষে খেলবেন না এই তারকা ফরোয়ার্ড।
নতুন বছরে ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া পিএসজি লিগে গত চার রাউন্ডের মাত্র একটিতে জিতেছে। সবশেষ দুই রাউন্ডে রেনের মাঠে হারের পর নিজেদের আঙিনায় রাঁসের সঙ্গে ড্র করে তারা। ছন্দে ফেরার লড়াইয়ে নেইমারকে হারানো দলটির জন্য হতে পারে বড় ধাক্কা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৫টি করিয়েছেন তিনি।