স্পোর্টস ডেস্ক: হ্যারি কেইনের রেকর্ড গড়া গোলে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটিকে হারাল টটেনহ্যাম হটস্পার।
ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে স্বাগতিক টটেনহ্যাম।
চলতি আসরে প্রথম দেখায় গত মাসে ঘরের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৪-২ ব্যবধানে জিতেছিল সিটি। এবার চ্যাম্পিয়নদের সঙ্গী হার।
ম্যাচ জেতানো একমাত্র গোলটি করে জিমি গ্রিভসকে (২৬৬ গোল) ছাড়িয়ে টটেনহ্যামের জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা নিজের করে নিলেন কেইন (২৬৭ গোল)। একই সঙ্গে অ্যালান শিয়েরার (২৬০) ও ওয়েইন রুনির (২০৮) পর তৃতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি।