আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বা বিশেষ সেনা অভিযান চালালেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২০২২ সালের মার্চ মাসে পুতিন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি করেছেন, ইসলায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।
বেনেতের দাবি, তার মস্কো সফরের সময় পুুতিন এই প্রতিশ্রুতি দেন।
নাফতালি বেনেত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পুতিনের কাছে তিনি জেলেনস্কিকে হত্যা করা হবে কিনা সেই প্রসঙ্গে জানতে চেয়েছিলেন, জবাবে পুতিন জানিয়েছিলেন, তার জেলেনস্কিকে হত্যা করার কোনো ইচ্ছে নেই।
বেনেতের দাবি, কৌশলে জেলেনস্কিকে হত্যা না করার প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলেন তিনি। পুতিনের সেই প্রতিশ্রুতির কথাও নাকি জেলেনস্কিকে জানিয়েছিলেন ইসরায়েলের সাবেক এই প্রধামন্ত্রী।