Dhaka , Friday, 22 September 2023
শিরোনাম :
চোখ লাফানোও হতে পারে মারাত্মক অসুখ মেক্সিকো সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী রাস্তা প্রশস্ত করতে ইরাকে ভাঙা হল তিনশ’ বছরের পুরনো মিনার, চারিদিকে নিন্দা অবৈধ অভিবাসীদের ঠেকাতে তিউনিসিয়া-ইইউ সমঝোতা শস্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা, ইউক্রেন ছাড়ল শেষ শস্যবাহী জাহাজ ফ্রাঙ্কফুর্টে সান বাঁধানো লেকের ধারে জমে উঠেছিল প্রবাসীদের ঈদ উৎসব দশ মাস পর আবারও রাস্তায় ইরানের বিতর্কিত ‘নীতি পুলিশ’ বার্সেলোনায় ঐতিহ্যবাহী ‘বাংলার মেলা’ মার্কিন গুচ্ছ বোমা ব্যবহার করলেই ইউক্রেনের ‘সর্বনাশ’, পুতিনের হুঁশিয়ারি ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদান কর্মসূচি পালিত

সৌদিতে হজ কর্মী নিয়োগ, বেতন প্রতিদিন ১৪০ রিয়াল

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:30:10 am, Saturday, 11 February 2023
  • 18 বার

প্রবাস ডেস্ক: ২০২৩ সালের হজ উপলক্ষে সৌদিতে বাংলাদেশি হাজীদের সেবার জন্য কর্মী নিয়োগ দেয়া হবে। অনুবাদক, কম্পিউটার অপারেটর ও সুপারভাইজারসহ বেশ কিছু পদে কর্মী নিয়োগ দিবে বাংলাদেশ হজ অফিস, জেদ্দা।

বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দা’র অফিসিয়াল ফেসবুক পেইজে মৌসুমী হজ কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ চলাকালীন সময়ে মক্কা, মদীনা ও জেদ্দায় অবস্থান করা বাংলাদেশি হাজীদের সেবার জন্য প্রয়োজনীয় কর্মী নিয়োগ দেয়া হবে। প্রতিদিন কাজের বিনিময়ে যাদের বেতন ১১০ থেকে ১৪০ সৌদি রিয়াল।

এক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে ২৩ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে মক্কা, মদিনা কিংবা জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে (অফিস চলাকালীন সময়ে) আবেদন ফরম জমা দিতে হবে। তবে শুধুমাত্র সৌদি আরবে বৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি কিংবা সৌদি নাগরিক এই আবেদন করতে পারবেন।

১. পদের নামঃ অনুবাদক। কাজের সময়ঃ ১২ ঘন্টা। বেতনঃ মক্কা ও মদিনায় ১৩০ রিয়াল এবং জেদ্দায় ১৪০ রিয়াল। অভিজ্ঞতাঃ আরবি ও ইংরেজি বলা এবং লেখায় অভিজ্ঞ হতে হবে। কম্পিউটার টাইপিং জানা আবশ্যক।

২. পদের নামঃ কম্পিউটার অপারেটর। কাজের সময়ঃ ১২ ঘন্টা। বেতনঃ মক্কা ও মদিনায় ১৩০ রিয়াল এবং জেদ্দায় ১৪০ রিয়াল। অভিজ্ঞতাঃ আরবি, বাংলা ও ইংরেজি টাইপিং জানা আবশ্যক। কম্পিউটার অপারেটর পদে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে।

৩. পদের নামঃ সুপারভাইজার। কাজের সময়ঃ ১২ ঘন্টা। বেতনঃ মক্কা ও মদিনায় ১৩০ রিয়াল এবং জেদ্দায় ১৪০ রিয়াল। অভিজ্ঞতাঃ বাংলা ও আরবী ভাষায় যোগাযোগে পারদর্শী হতে হবে। মক্কা, মদিনা, জেদ্দা ও মাশায়ের এলাকা সম্মন্ধে পরিচিত থাকা আবশ্যক। সুপারভাইজার বা হজ্জকর্মী হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

৪. পদের নামঃ গাড়ী ও এ্যাম্বুলেন্স চালক। কাজের সময়ঃ ১২ ঘন্টা। বেতনঃ মক্কা ও মদিনায় ১৩০ রিয়াল এবং জেদ্দায় ১৪০ রিয়াল। অভিজ্ঞতাঃ গাড়ী চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। আবেদনকারীর মক্কা, মদিনা, মিনা, আরাফা ও জেদ্দার রাস্তা-ঘাট চেনা জানা থাকা আবশ্যক। আরবী এবং শুদ্ধ বাংলায় কথা বলার যোগ্যতা থাকতে হবে।

৫. পদের নামঃ সাধারণ হজ্জকর্মী। কাজের সময়ঃ ১২ ঘন্টা। বেতনঃ মক্কা ও মদিনায় ১১০ রিয়াল এবং জেদ্দায় ১২০ রিয়াল। অভিজ্ঞতাঃ আরবী এবং শুদ্ধ বাংলায় কথা বলার যোগ্যতা থাকতে হবে। মক্কা/মদিনা/মিনা/আরাফা ও জেদ্দার রাস্তা-ঘাট চেনা জানা এবং হাজীদের আন্তরিকভাবে সেবাদানের মানসিকতা থাকতে হবে।

৬. পদের নামঃ পরিচ্ছন্নকর্মী। কাজের সময়ঃ ১২ ঘন্টা। বেতনঃ মক্কা ও মদিনায় ১১০ রিয়াল এবং জেদ্দায় ১২০ রিয়াল। অফিস ভবন, মেডিকেল ভবন (ক্লিনিক), পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে আগ্রহী ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

আবেদনের প্রক্রিয়াঃ
প্রথমে বাংলাদেশ হজ অফিস, মক্কা, মদিনা এবং জেদ্দা থেকে বিনামূল্যে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে কিংবা (www.hajj.gov.bd) এই সাইট থেকে ডাউনলোড করে তা পূরন করে একই অফিসে কিংবা (missionhajj@gmail.com) এই ইমেইলে ২৩ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীকে পূরণকৃত আবেদন পত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে), পাসপোর্ট ও বৈধ ইকামার ফটোকপিসহ অভিজ্ঞতার সনদ ইত্যাদি সংযুক্ত করে দিতে হবে। ই-মেইল এ আবেদন দাখিলের ক্ষেত্রে ছবির jpg ফরমেটে সফটকপি গ্রহণযোগ্য হবে।

আগ্রহী প্রার্থীদের অবশ্যই আবেদনপত্রের সাথে তাঁর কফিলের নিকট থেকে সংগৃহীত ২০২৩ (১৪৪৪ হিজরী) হজ মৌসুমে বাংলাদেশ হজ অফিসে কাজ করার জন্য অনাপত্তি/অনুমতি পত্র (অবশ্যই স্থানীয় চেম্বার অব কমার্স / ওমদা থেকে সত্যায়িত করে) দাখিল করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

জনপ্রিয় সংবাদ

চোখ লাফানোও হতে পারে মারাত্মক অসুখ

সৌদিতে হজ কর্মী নিয়োগ, বেতন প্রতিদিন ১৪০ রিয়াল

আপডেট টাইম : 08:30:10 am, Saturday, 11 February 2023

প্রবাস ডেস্ক: ২০২৩ সালের হজ উপলক্ষে সৌদিতে বাংলাদেশি হাজীদের সেবার জন্য কর্মী নিয়োগ দেয়া হবে। অনুবাদক, কম্পিউটার অপারেটর ও সুপারভাইজারসহ বেশ কিছু পদে কর্মী নিয়োগ দিবে বাংলাদেশ হজ অফিস, জেদ্দা।

বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দা’র অফিসিয়াল ফেসবুক পেইজে মৌসুমী হজ কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ চলাকালীন সময়ে মক্কা, মদীনা ও জেদ্দায় অবস্থান করা বাংলাদেশি হাজীদের সেবার জন্য প্রয়োজনীয় কর্মী নিয়োগ দেয়া হবে। প্রতিদিন কাজের বিনিময়ে যাদের বেতন ১১০ থেকে ১৪০ সৌদি রিয়াল।

এক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে ২৩ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে মক্কা, মদিনা কিংবা জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে (অফিস চলাকালীন সময়ে) আবেদন ফরম জমা দিতে হবে। তবে শুধুমাত্র সৌদি আরবে বৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি কিংবা সৌদি নাগরিক এই আবেদন করতে পারবেন।

১. পদের নামঃ অনুবাদক। কাজের সময়ঃ ১২ ঘন্টা। বেতনঃ মক্কা ও মদিনায় ১৩০ রিয়াল এবং জেদ্দায় ১৪০ রিয়াল। অভিজ্ঞতাঃ আরবি ও ইংরেজি বলা এবং লেখায় অভিজ্ঞ হতে হবে। কম্পিউটার টাইপিং জানা আবশ্যক।

২. পদের নামঃ কম্পিউটার অপারেটর। কাজের সময়ঃ ১২ ঘন্টা। বেতনঃ মক্কা ও মদিনায় ১৩০ রিয়াল এবং জেদ্দায় ১৪০ রিয়াল। অভিজ্ঞতাঃ আরবি, বাংলা ও ইংরেজি টাইপিং জানা আবশ্যক। কম্পিউটার অপারেটর পদে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে।

৩. পদের নামঃ সুপারভাইজার। কাজের সময়ঃ ১২ ঘন্টা। বেতনঃ মক্কা ও মদিনায় ১৩০ রিয়াল এবং জেদ্দায় ১৪০ রিয়াল। অভিজ্ঞতাঃ বাংলা ও আরবী ভাষায় যোগাযোগে পারদর্শী হতে হবে। মক্কা, মদিনা, জেদ্দা ও মাশায়ের এলাকা সম্মন্ধে পরিচিত থাকা আবশ্যক। সুপারভাইজার বা হজ্জকর্মী হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

৪. পদের নামঃ গাড়ী ও এ্যাম্বুলেন্স চালক। কাজের সময়ঃ ১২ ঘন্টা। বেতনঃ মক্কা ও মদিনায় ১৩০ রিয়াল এবং জেদ্দায় ১৪০ রিয়াল। অভিজ্ঞতাঃ গাড়ী চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। আবেদনকারীর মক্কা, মদিনা, মিনা, আরাফা ও জেদ্দার রাস্তা-ঘাট চেনা জানা থাকা আবশ্যক। আরবী এবং শুদ্ধ বাংলায় কথা বলার যোগ্যতা থাকতে হবে।

৫. পদের নামঃ সাধারণ হজ্জকর্মী। কাজের সময়ঃ ১২ ঘন্টা। বেতনঃ মক্কা ও মদিনায় ১১০ রিয়াল এবং জেদ্দায় ১২০ রিয়াল। অভিজ্ঞতাঃ আরবী এবং শুদ্ধ বাংলায় কথা বলার যোগ্যতা থাকতে হবে। মক্কা/মদিনা/মিনা/আরাফা ও জেদ্দার রাস্তা-ঘাট চেনা জানা এবং হাজীদের আন্তরিকভাবে সেবাদানের মানসিকতা থাকতে হবে।

৬. পদের নামঃ পরিচ্ছন্নকর্মী। কাজের সময়ঃ ১২ ঘন্টা। বেতনঃ মক্কা ও মদিনায় ১১০ রিয়াল এবং জেদ্দায় ১২০ রিয়াল। অফিস ভবন, মেডিকেল ভবন (ক্লিনিক), পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে আগ্রহী ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

আবেদনের প্রক্রিয়াঃ
প্রথমে বাংলাদেশ হজ অফিস, মক্কা, মদিনা এবং জেদ্দা থেকে বিনামূল্যে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে কিংবা (www.hajj.gov.bd) এই সাইট থেকে ডাউনলোড করে তা পূরন করে একই অফিসে কিংবা (missionhajj@gmail.com) এই ইমেইলে ২৩ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীকে পূরণকৃত আবেদন পত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে), পাসপোর্ট ও বৈধ ইকামার ফটোকপিসহ অভিজ্ঞতার সনদ ইত্যাদি সংযুক্ত করে দিতে হবে। ই-মেইল এ আবেদন দাখিলের ক্ষেত্রে ছবির jpg ফরমেটে সফটকপি গ্রহণযোগ্য হবে।

আগ্রহী প্রার্থীদের অবশ্যই আবেদনপত্রের সাথে তাঁর কফিলের নিকট থেকে সংগৃহীত ২০২৩ (১৪৪৪ হিজরী) হজ মৌসুমে বাংলাদেশ হজ অফিসে কাজ করার জন্য অনাপত্তি/অনুমতি পত্র (অবশ্যই স্থানীয় চেম্বার অব কমার্স / ওমদা থেকে সত্যায়িত করে) দাখিল করতে হবে।