আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের ১০টি অঞ্চল। কিন্তু এই অবস্থার মধ্যে কিছু লোক পীড়িত অঞ্চলে লুটপাট করেছে। এই ঘটনায় অভিযুক্ত ৪৮ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ।
তদন্তের জন্য ভিন্ন ভিন্ন আটটি প্রদেশ থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
গত সোমবার তুরস্কে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত প্রতিবেশী সিরিয়াসহ তুরস্কে ২৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
তুরস্কের ভূকম্পন পীড়িত ১০টি অঞ্চলে তিনমাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, এই পদক্ষেপ লুটপাটে অভিযুক্তদের শাস্তির আওতায় আনতে সহায়তা করবে।
তিন মাসের জরুরি অবস্থার বিষয়ে তুরস্কের এই প্রেসিডেন্ট আরও বলেন, জরুরি অবস্থা ঋণদাতা ও রাষ্ট্রদ্রোহী গোষ্ঠীগুলোকে ভূমিকম্পের বিপর্যয়ের পরবর্তী শোষণ থেকে বিরত রাখবে।