প্রবাস ডেস্ক: দুবাইয়ের প্রমিস ব্রিজ। এই ব্রিজে এসে ‘ভালোবাসার তালা’ তালা মেরে চাবিটা ছুড়ে ফেলা হয় লেকের পানিতে। এতে করে তালার চাবি কেউ খুঁজে পেলেও তালা কোনটি তা খুঁজে পাওয়া পাবে না। ফলে কোনোদিন খুলবেনা তালা। আর ভাঙবেনা তাদের প্রেম। আলাদা হবে না প্রেমের জুটি!
এমন সরলপ্রাণ বিশ্বাসেই প্রতি বছর ১৪ ফ্রেব্রুয়ারি আসলে ঢল নামে দুবাইয়ের ‘প্রমিস ব্রিজে’ ‘ভালোবাসার তালা’ ঝুলিয়ে দেওয়ার জন্য। তরুণ কপোত-কপোতীদের জন্য এটা অনেকটা নিজেদের ভালোবাসার স্বাক্ষর রেখে যাওয়া। নিজেদের জন্য এক স্মৃতির জানালা খুলে রেখে যাওয়া।
বর্তমানে কয়েক হাজার তালা ঝুলছে এই ব্রিজের গায়ে। যেখানে দাড়িয়ে প্রকৃতি উপভোগ করা যায় মনভরে। প্রতি বছর হাজার হাজার পর্যটক এসে সেখানে ভালোবাসার চিহ্নস্বরূপ তালা ঝুলিয়ে রাখে এবং পরে লেকে চাবিগুলো ফেলে যায়। এসব তালাগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে। বিষয়টি ভাবতে অদ্ভুত মনে হলেও দীর্ঘকাল ধরে চলে আসছে এই ভালোবাসার রীতি। এমনি পৃথিবীর আরও বহু দেশের ব্রিজে তালা লাগানোর ঐতিহ্য রয়েছে।
আল-আইন থেকে আসা পর্যটক মো. ছোটনের কাছে ভ্যালেন্টাইনস ডে দিনটি অনেক ভালোলাগা। তিনি বলেন, এই বছর ভ্যালেন্টাইনস ডে দুবাইতে কাটাবো বলেই আমরা বন্ধুরা এসেছি। দ্যা ইয়ার্ড মন ভালো করার অদ্ভূদ এক জায়গা। দুবাইয়ের মধ্যে একটি সুন্দর জায়গা। যেখানে আছে প্রমিস ব্রিজ, সামাজিকতা আর একান্তে জীবনটাকে কিছু সময় প্রিয়জন, স্বজনদের নিয়ে ঘুরে বেড়ানোর নান্দনিক ও সৃজনশীল আধুনিক সব উপকরণ।