বিনোদন ডেস্ক: ২০ দিনে ভারতে ৪৭৫.৯৫ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে শাহরুখ খানের পাঠানের হিন্দ ভার্সন।
আর তামিল ও তেলেগু ভার্সন মিলিয়ে সেই আয় ৪৯৩.২৫ কোটি রুপি। আয়ের গতি বলছে আগামী সপ্তাহেই পাঁচশ’ কোটির মাইলফলক ছুঁতে পারে পাঠানের হিন্দি ভার্সন।
সোমবারও পাঠান ভারতে ৪.১০ কোটি রুপি আয় করেছে।
পাঠানে শাহরুখের সাথে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।