নিউজ ডেস্ক: সিডনিতে ফ্ল্যাট থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি সিডনির মেট্রাভিল পুলিশ ২৯৭- ৩০১ বুচাম্প রোডস্থ হাউজিংয়ের বাসিন্দা প্রবাসী বাংলাদেশি মো. আহসানউল্লাহর (৫৭) মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ কিডনিসহ দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। প্রায় একমাস যাবৎ তাকে বাইরে কোথাও দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক মো. আহসানউল্লাহর একজন পরিচিত তার বাসার দরজায় অনেকক্ষণ ধাক্কার পর ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ বাসার দরজা খুলে আহসান উল্লাহকে মৃত অবস্থায় উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রায় এক মাস যাবৎ মৃতদেহটি বাসার ভেতরে ছিল। মেট্রাভিল পুলিশ মৃত্যুর কারণ জানতে অনুসন্ধানে নেমেছে। মৃতদেহটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর পাশাপাশি তার আত্মীয়-স্বজনের খোঁজ চেয়েছে।
মৃত মো. আহসানউল্লাহ আনুমানিক ৩০ বছর যাবৎ অস্ট্রেলিয়ায় বসবাস করতেন। তার কোনো বন্ধু-বান্ধব বা আত্মীয় স্বজনের খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তার জন্ম বাংলাদেশের নোয়াখালী জেলায়।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড. আনিসুল আফসার বলেন, মৃতের স্বজনদের অথবা দায়িত্বশীল কারো কাছ থেকে যথাযথ আবেদন পেলে তারা লাশ দাফনসহ আনুষঙ্গিক কাজে সাংগঠনিকভাবে সহায়তা করবে।