আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে মারণাস্ত্র ও গোলাবারুদ দিতে পারে চীন। এমন দাবিই করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
এক সাক্ষাৎকারে ব্লিনকেন দাবি করেছেন, প্রাণঘাতী নয় এমন ধরনের সহায়তা চীনা কোম্পানিগুলো এরইমধ্যে রাশিয়াকে দিয়েছে। এবার তথ্য বলছে, চীন প্রাণঘাতি সহায়তাও রাশিয়াকে করতে পারে।
সম্প্রতি গোয়েন্দা ও নজরদারি বেলুনকাণ্ডে মুখোমুখি অবস্থানে আছে চীন। ওয়াশিংটন আর বেইজিংয়ের মধ্যে চলছে তুমুল বাগযুদ্ধ। এর মাঝেই এমন বিস্ফোরক দাবি করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
তবে চীন ব্লিনকেনের এই দাবি অস্বীকার করেছে। তারা জানিয়েছে, মস্কো বেইজিংয়ের কাছে কোনো ধরনের অস্ত্র সহায়তা চায়নি।
তবে ব্লিনকেন বলেছেন, ‘আমরা দেখছি চীনের কোম্পানিগুলো অপ্রাণঘাতী যেসব সহায়তা রাশিয়াকে দিচ্ছে তা ইউক্রেনে ব্যবহার করা হচ্ছে। তথ্য ঘেঁটে উদ্বিগ্ন হচ্ছি, জানতে পেরেছি চীন রাশিয়াকে জীবনঘাতী (মারণাস্ত্র) সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে।’