স্পোর্টস ডেস্ক: কাদিজের বিপক্ষে জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও পোক্ত করেছে কাতালান জায়ান্ট বার্সেলোনা।
তবে বার্সেলোনার আক্রমণের পাল্টা জবাব ভালোই দিয়েছিল কাদিজ। দুইবার বল জালে পাঠিয়েও গোল পেল না কাদিজ। তবে তিন মিনিটের মধ্যে দুই গোল দিয়েই জয় নিশ্চিত করেছে জাভির দল।
ঘরের মাঠ কাম্প ন্যূতে কাদিজের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। রবের্তো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান আরও বাড়িয়েছেন রবার্ট লেভানদভস্কি।
এ নিয়ে লা লিগায় টানা ৭ ম্যাচ জয় পেল বার্সেলোনা। অপরাজিত থাকল টানা ১৩ ম্যাচে। এরমধ্যে ১২ জয় এবং একটি ১ ড্র।
সবমিলিয়ে পয়েন্ট টেবিলে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে থাকল বার্সেলোনা। ২২ ম্যাচে ১৯ জয় ও ২ ড্রয়ে কাতালান দলটির ৫৯ পয়েন্ট। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বেনেজেমা-ভিনিসুয়াসদের দল।