Dhaka , Sunday, 26 March 2023

কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফলের বীজসহ ২ বাংলাদেশি আটক

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:32:16 am, Tuesday, 21 February 2023
  • 15 বার

মালয়েশিয়া ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ থেকে ১৬০ প্যাকেট সবজি ও ফলের বীজ জব্দ করা হয়েছে। এ সময় দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এসব তথ্য জানান মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস (মাকিস) বিভাগের পরিচালক মোহাম্মদ সোবরি মো. হাশিম।

তিনি বলেন, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর রয়্যাল মালয়েশিয়ান কাস্টমসের সহায়তায় বীজের চালানটি উদ্ধার করে মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস বিভাগ। রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস ডিপার্টমেন্টের সঙ্গে যৌথভাবে পরিদর্শনকালে দুই বাংলাদেশিকেও আটক করা হয়েছে।

পরিদর্শনকালে দেখা যায়, আমদানি পারমিট এবং ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের মতো বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে এসব সবজি ও ফলের প্যাকেট আনা হয়। জব্দ করা প্যাকেটে সবজির বীজ ও ফল যেমন সবুজ শাক, সরিষা, সাদা মুলা, গাজর, বেগুন, কুমড়া, শসা, লাউ, কেল, বেগুন ও তরমুজের বীজ রয়েছে যা এদেশে রোপণের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। এসব বীজে কীটপতঙ্গ, রোগ এবং ছত্রাক থাকার সম্ভাবনা রয়েছে। আর এসব বীজ যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে দেশটির কৃষি শিল্পের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে তিনি মনে করছেন।

মাকিস পরিচালক বলেন, মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস অ্যাক্ট ২০১১ (অ্যাক্ট ৭২৮) এর ১১(১) ধারা অনুযায়ী অনুমতি ছাড়া এসব বীজ আনা অপরাধ, যা একই আইনের ১১(৩) ধারায় দণ্ডনীয়। যেখানে দোষী সাব্যস্ত হলে অনধিক এক লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা বা অনধিক ছয় বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।

এদিকে, স্থানীয়দের নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য এ ধরনের কৃষিপণ্যগুলো যাতে প্রয়োজনীয়তা ও বিধিবিধান মেনে চলে তা নিশ্চিত করতে মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস সর্বদা সকল প্রবেশ পথে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফলের বীজসহ ২ বাংলাদেশি আটক

আপডেট টাইম : 08:32:16 am, Tuesday, 21 February 2023

মালয়েশিয়া ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ থেকে ১৬০ প্যাকেট সবজি ও ফলের বীজ জব্দ করা হয়েছে। এ সময় দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এসব তথ্য জানান মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস (মাকিস) বিভাগের পরিচালক মোহাম্মদ সোবরি মো. হাশিম।

তিনি বলেন, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর রয়্যাল মালয়েশিয়ান কাস্টমসের সহায়তায় বীজের চালানটি উদ্ধার করে মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস বিভাগ। রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস ডিপার্টমেন্টের সঙ্গে যৌথভাবে পরিদর্শনকালে দুই বাংলাদেশিকেও আটক করা হয়েছে।

পরিদর্শনকালে দেখা যায়, আমদানি পারমিট এবং ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের মতো বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে এসব সবজি ও ফলের প্যাকেট আনা হয়। জব্দ করা প্যাকেটে সবজির বীজ ও ফল যেমন সবুজ শাক, সরিষা, সাদা মুলা, গাজর, বেগুন, কুমড়া, শসা, লাউ, কেল, বেগুন ও তরমুজের বীজ রয়েছে যা এদেশে রোপণের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। এসব বীজে কীটপতঙ্গ, রোগ এবং ছত্রাক থাকার সম্ভাবনা রয়েছে। আর এসব বীজ যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে দেশটির কৃষি শিল্পের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে তিনি মনে করছেন।

মাকিস পরিচালক বলেন, মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস অ্যাক্ট ২০১১ (অ্যাক্ট ৭২৮) এর ১১(১) ধারা অনুযায়ী অনুমতি ছাড়া এসব বীজ আনা অপরাধ, যা একই আইনের ১১(৩) ধারায় দণ্ডনীয়। যেখানে দোষী সাব্যস্ত হলে অনধিক এক লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা বা অনধিক ছয় বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।

এদিকে, স্থানীয়দের নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য এ ধরনের কৃষিপণ্যগুলো যাতে প্রয়োজনীয়তা ও বিধিবিধান মেনে চলে তা নিশ্চিত করতে মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস সর্বদা সকল প্রবেশ পথে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।