প্রবাস ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে কুয়েতের বৃহত্তর নারায়ণগঞ্জ সমাজ কল্যাণ সমিতি এবং মুক্তধারা সংগঠন।
দেশটি অফরা অঞ্চলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহত্তর নারায়ণগঞ্জ সমাজ কল্যাণ সমিতির সভাপতি আক্তার হোসেন লাভলু-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন রানার সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. সুহেল জসিম, মুক্তধারা সংগঠনের সভাপতি এম এ জলিল, ইয়াসিন ইপ্পি, বেলায়েত হোসেন, নয়ন মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তুরস্কে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজে সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়, যা নিয়ে প্রবাসীরা গর্বিত।
পরিশেষে ভূমিকম্পে আহতদের দ্রুত সুস্থতা কামনা ও নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।