স্পোর্টস ডেস্ক: দুই বছরের চুক্তিতে তিন সংস্করণের কোচ হয়ে ঢাকায় পৌঁছেছেন চন্ডিকা হাথুরুসিংহে। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৬ মিনিটে ঢাকায় পৌঁছায় হাথুরুসিংহেকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান।
হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ। আজ থেকে অনানুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সেই প্রস্তুতি। সেই প্রস্তুতি ক্যাম্পের মধ্য দিয়ে হাথুরুসিংহে কাজ শুরু করবেন।
এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বশীল কর্তা, প্রোগ্রাম হেড ডেবিড মুরস ও কোচদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।
বিসিবির অপারেশন্স বিভাগ থেকে বিষয়গুলো নিশ্চিত করে বলা হয়েছে, ‘আজ মাতৃভাষা দিবস। সরকারি ছুটি। আমরা সবধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। আজ অপশনাল অনুশীলন রাখা হয়েছে। যে সব ক্রিকেটার এখন ঢাকায় আছেন তারা যোগ দেবেন। হাথুরুসিংহে থাকবেন এই অনুশীলনে।’
মুরসসহ বাকি কোচদের সঙ্গে আজ প্রাথমিক বৈঠক সেরে নেবেন হাথুরুসিংহে। শ্রীলঙ্কার সাবেক এ ক্রিকেটার এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট তিন বছর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ৫৪ বছর বয়সী এ কোচ দ্বিতীয় মেয়াদে ঢাকায় থাকবেন আরও দুই বছর।
২০১৭ সালে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শেষে চাকরি থেকে ইস্তফা দেন হাথুরুসিংহে। তার সাফল্যমণ্ডিত অধ্যায় শেষ হয়েছিল তিক্ততায়। বোর্ডের কাছে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে নানা অভিযোগ করেছিলেন তিনি।
তবে প্রথম মেয়াদে হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ বেশ কিছু বড় সাফল্য পেয়েছে। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার ওয়ানডে সিরিজ হারিয়েছে। ২০১৫ সালে বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেলেছিল। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিল সেমিফাইনাল। এছাড়া অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল।