প্রবাস ডেস্ক: জার্মানির রাজধানী বার্লিনে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে দেশটির বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।
রাজধানীর একটি মিলনায়তনে দলটির উদ্যোগে দিবসটি পালনে নেয়া হয় নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল ভাষা শহীদদের নিয়ে আলোচনা, কর্মী সম্মেলন, দেশ ও দেশের মানুষের জন্য দোয়া কামনা।
আলোচনা সভায় সভাপতির দায়িত্ব পালন করেন হামিদুল ইসলাম হেলাল।
মূল অনুষ্ঠানের আয়োজক ও জার্মানির জাতীয়তাবাদী রাজনীতির সবার পরিচিত মূখ কাজী রেজাউল হক সাঈদ, নজরুল ইসলাম সেন্টু, মো: নিজাম উদ্দিন ও বাবলু মিয়ার আমন্ত্রণে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দলটির তৃণমূলের শীর্ষ নেতা আওলাদ হোসেন, মঈন উদ্দিন, নুরুউদ্দিন মিঞ্জু, রেজাউল ইসলাম রাজু, নজরুল ইসলাম, মোসলেম উদ্দিনসহ আর অনেকে।
সবশেষে ভাষা সংগ্রামে সকল শহীদ, দেশ ও দেশের মানুষের জন্য দোয়া কামনা পরিচালনা করেন হাফেজ শাহীন। ছিল প্রীতিভোজের আয়োজনও।